Advertisment

ওঁরা ভারতের সমর্থকই নয়! পাক-ম্যাচের ট্রোল নিয়ে বিষ্ফোরক শামি

পাকিস্তান ম্যাচে হারের পরে সমালোচকদের লক্ষ্যবস্তু হয়েছিলেন মহম্মদ শামি। তারকা ক্রিকেটার অবশেষে মুখ খুললেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

টি২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের পরে সোশ্যাল মিডিয়ায় মহম্মদ শামিকে ধর্মীয় আক্রমণের শিকার হতে হয়েছিল। সেই ঘটনা এখনও টাটকা। অবশেষে সেই বিতর্কে মুখ খুললেন তারকা স্পিডস্টার।

Advertisment

শামির পাশে সেই সময় দাঁড়ান শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র শেওয়াগ, লক্ষ্মণের মত প্রাক্তনী থেকে কোহলির মত সতীর্থও। প্রেস কনফারেন্সে তৎকালীন অধিনায়ক ট্রোলারদের একহাত নিয়েছিলেন।

আরও পড়ুন: সদ্যজাত মেয়ের পরে প্রয়াত পিতাও! ভয়ঙ্কর ট্র্যাজেডিতেও কর্তব্যে অবিচল ক্রিকেটার বিষ্ণু

সেই তিক্ত স্মৃতি রোমন্থন করতে গিয়ে শামি জানিয়ে দেন, যাঁরা তাঁকে অপমান করেছে, তাঁরা মোটেই প্রকৃত ভারতীয় হতে পারেন না। পাশাপাশি জানিয়ে দেন, তিনি মোটেই ওই বিষয়ে মাথা ঘামান না। "এমন চিন্তাভাবনার আসলে কোনও প্রতিকার নেই। যাঁরা (ধর্ম নিয়ে) ট্রোল করেন, তাঁরা কখনই প্রকৃত ক্রিকেট ভক্ত হতে পারেন না। ভারতীয় তো নয়ই। যখন তুমি একজন ক্রিকেটারকে হিরো মনে করো, তারপরে এরকম ব্যবহার করো, তখন তুমি কোনওভাবেই একজন ভারতীয় ক্রিকেট সমর্থক হতে পারো না।"

ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া সাক্ষাৎকারে তারকা পেসার আরো জানান, "আমার মাথায় স্রেফ একটাই বিষয় ঘুরপাক খাচ্ছিল, যদি কাউকে নিজের আদর্শ মনে করি, তাঁকে কখনই খারাপ কথা বলব না। যদি কেউ আমাকে খারাপ কথা বলে থাকে, সে আমার তো বটেই ভারতীয় দলেরও সমর্থক হতে পারে না।"

শামি আরও জানান, এরকম মন্তব্য মানুষের অজ্ঞতার পরিচয় দেয়। "এটা আসলে মানুষের অশিক্ষার পরিচয়। সোশ্যাল মিডিয়ায় কয়েকজন ফলোয়ারের প্রোফাইল সমেত যখন কেউ ভুল ভাল মন্তব্য করেন, তাদের আসলে হারানোর কিছুই থাকে না। কারণ ওঁদের তো কেউ চেনেই না। আর আমরা যাঁরা সেলেব্রিটি, তাঁরা যদি ওঁদের কথার প্রতিক্রিয়া দিই, ওঁদের অযথা গুরুত্ব দেওয়া হবে।"

"আমরা কী, সেটা আমরা ভালো করেই জানি। আমরা দেশের জন্য খেলি, ভারতের জন্য লড়াই করি। তাই আমাদের কারোর কাছে কিছু প্রমাণ করা নেই। ওসব ট্রোলের কোনও জবাব দেব না।"

পাকিস্তান ম্যাচে একটাও উইকেট পাননি তারকা। ১৫১ রানে ডিফেন্ড করতে গিয়ে ভারত ৩.৫ ওভারে ৪৩ রান খরচ করেন। যাইহোক, আসন্ন টি২০ বিশ্বকাপ ২৩ অক্টোবর মেলবোর্নে দুই দেশ ফের একবার মুখোমুখি হবে।

Indian Cricket Team Mohammed Shami Indian Team
Advertisment