Advertisment

লালা ছাড়াই রিভার্স সুইং করতে পারবেন, বলছেন শামি

আইসিসির তরফে ভাইরাসের সংক্রমণ রুখতে কিছুদিন আগেই বলে লালা লাগানো নিষিদ্ধ করা হয়েছে। তবে তাতে তার রিভার্স সুইং করানোর দক্ষতায় কোনো সমস্যা হবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বলে থুতু ব্যবহার না করেও তিনি রিভার্স সুইং আদায় করে নিতে পারবেন। এমনই আত্মবিশ্বাসী মহম্মদ শামি। আইসিসির তরফে ভাইরাসের সংক্রমণ রুখতে কিছুদিন আগেই বলে লালা লাগানো নিষিদ্ধ করা হয়েছে। তবে তাতে তার রিভার্স সুইং করানোর দক্ষতায় কোনো সমস্যা হবে না। মঙ্গলবার এমনটাই জানালেন জাতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি।

Advertisment

রোহিত যুগলানের সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে মহম্মদ শামি জানান, "রিভার্স সুইং করতে গেলে লালা লাগাতেই হয় এমনটা বাচ্চাবেলা থেকেই শিখে এসেছি। ফাস্ট বোলারদের ক্ষেত্রে বলে থুতু লাগানো অনেকটাই মজ্জাগত হয়ে গিয়েছে। তবে শুকনো বলের শাইন অংশ যদি ধরে রাখা যায়, তাহলে থুতু ছাড়াই রিভার্স সুইং করানো সম্ভব।"

লালার পরিবর্ত যে ঘাম হতে পারে না, তাও জানিয়েছেন তিনি। শামি বলেছেন, "ঘাম আর থুতু দুটো আলাদা ভাবে কাজ করে। আমি থুতু ছাড়া এতদিন অন্য কোনওভাবে বল করার চেষ্টাই করিনি। করোনার প্রেক্ষিতে আমাদের অবশ্য লালা ব্যবহার থামতেই হবে।"

এদিকে ধোনি জাতীয় দলের বাইরে প্রায় একবছর নেই। ধোনিকে টিম ইন্ডিয়ার তারকারা যে মিস করেন, তা স্বীকার করলেন শামি জানালেন, "আইপিএল ছাড়া তিন ফরম্যাটেই ধোনির ক্যাপ্টেন্সিতে আমি খেলেছি। সতীর্থদের সঙ্গে ও এমনভাবেই ব্যবহার করে, কখনই মনে হয়না ও ধোনি। ও অনেক বড় ক্রিকেটার। ওর সঙ্গে খেলার বহু স্মৃতি আমার জড়িয়ে রয়েছে। এখনো আমার ভাবি, ধোনি দলের সঙ্গে শীঘ্রই যোগ দেবে। আর দারুন মজা হবে।"

ধোনির কোন জিনিসটা শামি বেশি মিস করেন, তা জানাতে গিয়ে স্পিডস্টার বলেছেন, "ওর যে বিষয়টা আমার পছন্দের তা হল, ও সবার সঙ্গে বসে ডিনার সারে। সবসময় ওর ডিনার করার সময় ২-৪ জন থাকবেই। তারপর গভীর রাত্রি অবধি আমরা গল্প করতাম। এই বিষয়গুলোই আজকাল মিস করি।"

এদিকে, টি ২০ বিশ্বকাপ এখনো অনিশ্চিত। টুর্নামেন্ট হলেও মাঝে প্রস্তুতির জন্য একটি সিরিজ চাইছেন শামি। তাঁর বক্তব্য, "আমরা মেশিন নই যে যখন তখন সুইচ অন অফ করব। আমাদের শরীরের রিদম প্রয়োজন। তাই বিশ্বকাপে সরাসরি খেলতে নামার আগে ১০-১৫ দিনের ক্যাম্প কিংবা দু-একটা সিরিজ খেললে সুবিধা হবে।"

বিশ্বকাপের পরে ডিসেম্বর অস্ট্রেলিয়া সিরিজ হওয়া অনেকটাই পাকা। সেই সিরিজ খেলতে মুখিয়ে শামিও। মাঠে পুরোপুরি নামার আগেই তাই তিনি জানিয়ে রাখলেন, "আগের সিরিজে আমরা পরিবার ও টিম মেম্বারদের সঙ্গে টপ ফ্লোরে পার্টি করেছিলাম। সেই সিরিজে সবাই নিঃস্বার্থ ভাবে পারফর্ম করেছিল। আমরা বিশ্বের যেকোনো জায়গায় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এই সিরিজটাও মনে রাখার মত হবে।"

Mohammed Shami BCCI
Advertisment