Mohammed Shami Gujarat Titans : বৃহস্পতিবারই আইপিএলের (IPL) সূচি ঘোষণা হতে চলেছে। তার আগেই বড়সড় ধাক্কা খেল গুজরাট টাইটান্স ফ্র্যাঞ্চাইজি। গোটা আইপিএল সিজনেই গুজরাট পাবে না দলের একনম্বর পেস অস্ত্র মহম্মদ শামিকে। এমনটাই জানা যাচ্ছে।
বিশ্বকাপে স্বপ্নের পারফরম্যান্স করেছিলেন শামি। ভারতকে বল হাতে ফাইনালে পোঁছে দেওয়ার অন্যতম কুশীলব ছিলেন সুপারস্টার। একের পর এক দলকে নাজেহাল করেছেন গতি এবং সুইংয়ে। ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও হয়েছিলেন তারকা।
আইপিএলের পরেই শুরু হয়ে যাবে টি২০ ওয়ার্ল্ড কাপ। সেই ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে পেস আক্রমণে বুমরার সঙ্গেই নেতৃত্ব দেওয়ার কথা শামির। তবে আইপিএলে ছিটকে যাওয়ার সঙ্গেই শামির আপাতত টি২০ বিশ্বকাপেও খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আরও পড়ুন: IPL খেলার জন্য এখন থেকেই চোটের বাহানা! জয় শাহের বোর্ডের বিষনজরে ‘মিথ্যাবাদী’ KKR সুপারস্টার
বিশ্বকাপের পর একবার-ও মাঠে নামেননি বাংলার স্পিডস্টার। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজ হোক বা দক্ষিণ আফ্রিকা সফর শেষে আফগানিস্তানের বিপক্ষে টি২০ হোম সিরিজ- একের পর এক সিরিজে অনুপস্থিত থেকেছেন স্পিডস্টার। এমনকি চলতি ইংল্যান্ড সিরিজেও পাওয়া যায়নি তাঁকে। ভাবা হয়েছিল, হয়ত আইপিএলেই প্রত্যাবর্তন করবেন তিনি। তবে সেই আশায় জল ঢেলে দিল সংবাদসংস্থার রিপোর্ট।
বোর্ডের এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, "জানুয়ারির শেষ সপ্তাহে শামি লন্ডনে ছিলেন। সেখানে গোড়ালির জন্য স্পেশ্যাল ইঞ্জেকশন দিতেই তাঁকে। শামিকে বলা হয়, এই ইঞ্জেকশনের তিন সপ্তাহ পর শামি হালকা অনুশীলন শুরু করতে পারবেন। তবে প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি ইঞ্জেকশন। একমাত্র অপশন হিসাবে রয়েছে অস্ত্রোপচার। ইংল্যান্ডে অস্ত্রোপচারের শামি কয়েকদিনের মধ্যে দেশ ছাড়বেন। আইপিএল খেলার কোনও প্রশ্নই নেই।"
আরও পড়ুন: একাই খেতেন চার জনের খাবার! টিম ইন্ডিয়ার এই মহাতারকার জীবন বদলেছে খাওয়া কমিয়েই
এরপরেই বলা হচ্ছে, বিশ্বকাপেও শামি নেই। সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ-নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে শামির প্রত্যাবর্তনের সম্ভবনা ভীষণ ক্ষীণ।
টিম ইন্ডিয়ার মতই ধাক্কা খেল গুজরাট টাইটান্স ফ্র্যাঞ্চাইজি। এমনিতেই নিজেদের আবির্ভাব মরশুমে কাপজয়ী ফ্র্যাঞ্চাইজি ছেড়েছেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। অনভিজ্ঞ শুভমান গিলের হাতে দায়িত্ব তুলে দিতে বাধ্য হয়েছে গুজরাট। গিলকে পরামর্শ দেওয়ার জন্য শামি ছিলেন উপযুক্ত। গুজরাট প্ৰথম দুই সিজনেই যে ঝাঁঝালো পারফর্ম করেছে, তার নেপথ্যেও শামি। প্ৰথম সিজনে টাইটান্স শিবির চ্যাম্পিয়ন হয়েছিল। গত সিজনে গুজরাট রানার্স হয়। চ্যাম্পিয়ন হওয়ার মরশুমে শামি ২০ উইকেট নিয়ে একাই গুজরাটকে টেনেছিলেন। ২০২৩-এ শামি আগুন ঝরিয়ে নেন ২৮ উইকেট। নতুন বলে শামির মোকাবিলা করা কার্যত দুর্গম হয়ে দাঁড়িয়েছিল ব্যাটারদের কাছে। গুজরাট এখনই সরকারিভাবে শামির ছিটকে যাওয়ার খবর জানায়নি। তবে যেকোনও মুহূর্তেই হয়ত ভেসে আসবে প্রেস বিবৃতি।