/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Mohammed-Shami-Star-India-Pacer.jpg)
Mohammed Shami-Star India Pacer: শামির এই সেই নতুন লুক। (ছবি- ইনস্টাগ্রাম)
Mohammed Shami new look: ভারতীয় দলে পেসার মহম্মদ শামির প্রত্যাবর্তন এখন স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু, তার আগে শামি তাঁর লুক বদলে ফেললেন। বিভিন্ন মহলের দাবি, নতুন লুকের জন্য একলক্ষ টাকা খরচ করেছেন টিম ইন্ডিয়ার পেসার। ভারতের তারকা পেসার ২০২৩ সালে হয়ে যাওয়া একদিনের ক্রিকেট বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে। স্পিডস্টার তাঁর গোড়ালির সমস্যার জন্য টি২০ বিশ্বকাপও খেলতে পারেননি। এমনটাও শোনা গিয়েছে যে শামি একদিনের বিশ্বকাপও গোড়ালির চোট নিয়েই খেলেছিলেন। আর, তাঁর দৌলতে ভারত বিশ্বকাপে একটা ম্যাচেও না হেরে ফাইনালে উঠেছিল।
অভিজ্ঞ ফাস্ট বোলার বর্তমানে জাতীয় দলে প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন। এই পরিস্থিতিতে ২২ গজে তাঁর বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনের আগে, শামিকে চুলের একটি নতুন স্টাইল করতে দেখা গেল। সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমকে দিয়ে শামি তাঁর চুল কাটিয়েছেন। এর আগে বিরাট কোহলি ও এমএস ধোনির চুলের স্টাইলের দায়িত্বও হাকিমই নিয়েছিলেন। বিভিন্ন সূত্রের দাবি, আলিম একবার চুল কাটতে প্রায় ১ লক্ষ টাকা নেন। আলিমের কাছে চুল কাটানোর পর শামি তাঁর ছবি শেয়ার করেছেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
অবশ্য এসবের মধ্যে বাংলার জন্যেও সুখবর আছে। সূত্রের খবর, বাংলার হয়ে শামি রঞ্জি ট্রফি খেলতে পারেন। ২০২৩-২৪ মরশুমে রঞ্জি ট্রফি দিয়েই তিনি ২২ গজে প্রত্যাবর্তন করতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার আগে রঞ্জিতে বাংলার প্রথম দুটি ম্যাচের মধ্যে দুটি বা অন্তত একটি ম্যাচ তিনি খেলতে পারেন।
আরও পড়ুন- টাকা পয়সা পেলেই সিনেমায় নামবেন, প্রকাশ্যে বড় ঘোষণা বিশ্বকাপজয়ী ভারতীয় কোচের! তোলপাড় সরাসরি
ঘরোয়া ক্রিকেটে বাংলার সিজন ১১ অক্টোবর উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে। উত্তরপ্রদেশের পর বিহারের মুখোমুখি হবে বাংলা। ম্যাচ হবে ১৮ অক্টোবর। এখনও পর্যন্ত, শামি মেন ইন ব্লু-র হয়ে ৬৪টি টেস্ট, ১০১টি একদিনের ম্যাচ এবং ২৩টি টি-২০ খেলেছেন। টেস্ট ক্রিকেটে শামির সংগ্রহ ২২৯টি উইকেট। একদিনের ম্যাচে পেয়েছেন ১৯৫টি উইকেট। আর, টি-২০ তথা বিশ্ব ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ২৪টি উইকেট নিয়েছেন।