Mohammed Shami blasts Inzamam-ul-haq: ম্যাচের মাত্র ১৪-১৫ ওভারে কী করে রিভার্স সুইং পায় ভারতীয় বোলাররা। অর্শদীপ সিংয়ের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ এনে তুলকালাম করেছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। সেই অভিযোগের কড়া জবাব দিলেন এবার মহম্মদ শামি।
টিম ইন্ডিয়ার তরফে এর আগে রোহিত শর্মা প্রকাশ্যে অসন্তুষ্ট হয়েছিলেন। তবে শামি এবার আরও খুল্লামখুল্লা আক্রমণ শানালেন ইঞ্জিকে। শুভঙ্কর মিশ্রের পডকাস্টে এসে বলে দিলেন, "আমি আগেও বলেছি এবার বল কেটে দেখাব সেটার মধ্যে কোনও যন্ত্র রয়েছে কিনা! আবার-ও একটা অভিযোগ ভাসিয়ে দিল ওঁরা। ওঁরা বলছে, অর্শদীপ কী করে এতটা রিভার্স সুইং পেল! ইনজামাম ভাইকে একটাই কথা বলতে চাই। ওঁর প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে।"
"অনেক পাক বিশেষজ্ঞ বলছেন, আমাদের নাকি আলাদা বল দেওয়া হচ্ছে। কেউ বলছেন আমাদের বলে চিপ লাগানো রয়েছে। তোমাদের বোলাররা যদি সুইং, রিভার্স সুইং করাতে পারে, সেটা স্কিল। আর যদি একই কাজ আমরা করি, সেটা বল ট্যাম্পারিং হয়ে গেল? ওঁদের বিরুদ্ধে কেউ রিভার্স সুইং করালেই তাঁদের টার্গেট করে ওঁরা। ভারত-পাকিস্তান বরাবর চিরপ্রতিদ্বন্দ্বী।"
"এমন মন্তব্য মোটেই প্রত্যাশা করিনি। প্রাক্তন ক্রিকেটার হলেই সব কিছু বলা যায় নাকি! এমনকি ওয়াসিম আকরামও বলেছিলেন, আম্পায়ার বল দেওয়ার পর তাতে কোনওরকম যন্ত্র প্রতিস্থাপন করা সম্ভব নয়। এরকম কার্টুনগিরি মোটেও ভাল নয়। এমন মন্তব্য মানুষকে বোকা বানায়।"
এবারই প্ৰথম নয়। এর আগে ওয়ানডে বিশ্বকাপে ভারতীয়দের দাপুটে পারফরম্যান্স দেখে বিস্ফোরক মন্তব্য ভেসে এসেছিল পাকিস্তান থেকে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, বর্তমানে ধারাভাষ্যকার হাসান রাজা ভারতীয় পেসারদের সাফল্য নিয়ে বোমা ফাটিয়েছিলেন। বলেন, আইসিসির তরফেই হয়ত শামি-সিরাজদের অন্য বল দেওয়া হচ্ছে, যাতে বল বেশি পরিমাণে সুইং করে।
শামি বিশ্বকাপ চলাকালীন এর আগে একহাত নিয়েছিলেন হাসান রাজাদের। ইন্সটা-স্টোরিতে লিখে দিয়েছিলেন, “একটু তো লজ্জা থাকুক। এসব আলতু ফালতু বিষয়ে মন্তব্য না করে, ক্রিকেটে ফোকাস করো। কখনও কখনও অন্যের সাফল্যও উপভোগ করতে শেখো। এটা ওয়ার্ল্ড কাপ। স্থানীয় কোনও টুর্নামেন্ট নয়। তুমিও তো একসময় ক্রিকেটার ছিল, তাই তো? ওয়াসিম ভাই কিন্তু ভালোভাবে ব্যাখ্যা করে দিয়েছে। তারপরেও এরকম মন্তব্য। তাহলে তো নিজেদের দেশের ক্রিকেটারদের ওপর তোমাদের বিশ্বাস নেই। স্রেফ নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছ।”
কী বলেছিলেন ইনজামাম
পাকিস্তানের ২৪ নিউজ চ্যানেলের হাঙ্গামা শো-এ পাক কিংবদন্তি ইনজামাম উল হক বলে দিয়েছিলেন, “এটা কেউই অস্বীকার করতে পারবে না যে অর্শদীপ যে ১৫ তম ওভারে বল রিভার্স সুইং করাচ্ছিল। নতুন বলের ক্ষেত্রে রিভার্স সুইংয়ে এটা কি বড্ড তাড়াতাড়ি নয়? ১২-১৩ ওভারে বল রিভার্স সুইং করার জন্য তৈরি করা হয়েছিল। আম্পায়ারদের চোখ-কান খোলা রাখতে হবে। আমরাও রিভার্স সুইংয়ের বিষয়ে অল্প বিস্তর জানি। তাই অর্শদীপ যদি রিভার্স সুইং করাতে পারে। তাহলে নিশ্চয় বলে কিছু একটা কারিকুরি করা হয়েছে।”
পাল্টা দিয়েছিলেন রোহিত শর্মা
ইনজামামের সেই দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত। বিশ্বকাপের সময় সাংবাদিক সম্মেলনে এসে সরাসরি তিনি বলে দেন, “আরে, এর কী জবাব দেব! এখানকার উইকেট এত শুকনো, ঝকঝকে রোদে খেলা হচ্ছে। সমস্ত দলই রিভার্স সুইং পাচ্ছে। কখনও কখনও নিজের মনটাকেও সম্প্রসারিত করতে হয়। বুঝতে হবে কোন কন্ডিশনে খেলা হচ্ছে। এটা অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড নয়। এটাই আমার বক্তব্য।”