Mohammed Shami Ignored: কেন টিম ইন্ডিয়ায় জায়গা হচ্ছে না সামির? জেনে নিন আসল কারণ

India Test Squad 2025: আগামী ১৪ নভেম্বর থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এই টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই স্কোয়াডে ঠাঁই হল না মহম্মদ সামির।

India Test Squad 2025: আগামী ১৪ নভেম্বর থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এই টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই স্কোয়াডে ঠাঁই হল না মহম্মদ সামির।

author-image
Koushik Biswas
New Update
Mohammed Shami (2)

টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি

Mohammed Shami: ফের কবে ভারতীয় টেস্ট ক্রিকেট দলে দেখতে পাওয়া যাবে মহম্মদ সামিকে? তার থেকেও বড় প্রশ্ন, আদৌ আর কখনও টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) জার্সিতে বাংলার এই পেস তারকাকে দেখতে পাওয়া যাবে? ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে বিস্তর জলঘোলা শুরু হয়েছে। ইংল্য়ান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার স্কোয়াডে ঠাঁই মেলেনি মহম্মদ সামির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও নয়। আশা করা হয়েছিল, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) বিরুদ্ধে হয়ত সামিকে একটা সুযোগ দেওয়া হবে। কিন্তু, সেটাও শেষপর্যন্ত হল না। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার সামিকে ভারতীয় ক্রিকেট দলে দেখতে পাওয়া গিয়েছিল। তারপর থেকেই আচমকা গোটা ছবিটা বদলে গিয়েছে। 'অজ্ঞাত' কোনও একটি কারণে টিম ইন্ডিয়ায় তিনি আর সুযোগ পাচ্ছেন না। 

Advertisment

Mohammed Shami: 'আমাকে ভিলেন করা হচ্ছে...', রনজিতে ১৫ উইকেট নিয়েই 'হুঙ্কার' মহম্মদ সামির

সামির জন্য একেবারে বন্ধ ভারতীয় ক্রিকেট দলের দরজা?

শেষ কবে টিম ইন্ডিয়ার জার্সিতে টেস্ট ম্য়াচ খেলেছিলেন সামি? হয়ত অনেকেই ভুলে গিয়েছেন। ২০২৩ সালে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তারপর থেকে ভারতের হয়ে আর কখনও লাল বলের ক্রিকেট খেলতে দেখা যায়নি বাংলার এই পেস ব্যাটারিকে। ওই একই বছর শেষেরদিকে আয়োজন করা হয়েছিল ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত বোলিং পারফরম্য়ান্স করলেন সামি। টুর্নামেন্টের সর্বাধিক উইকেটশিকারীও তিনিই হয়েছিলেন। দূর্ভাগ্যের বিষয়, ভারত ফাইনালে উঠেও শেষপর্যন্ত খেতাব জয় করতে পারেনি।

Advertisment

Mohammed Shami News Update: 'দেশের সম্মান জড়িয়ে আছে...', কামব্য়াক প্রসঙ্গে মন্তব্য সামির

এরপর চোটের কারণে প্রায় এক বছর ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। ২০২৫ সালে শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তাঁর নাম নির্বাচন করা হয়েছিল। এরপর জায়গা হয় চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে সামি একেবারেই নজর কাড়তে পারেননি। এরপর থেকেই ভারতীয় ক্রিকেট নির্বাচকরা তাঁর থেকে চোখ ফেরাতে শুরু করেন।

Mohammed Shami Birthday: ওয়ানডে ক্রিকেটে শামির এই রেকর্ড ভাঙা 'অসম্ভব', জন্মদিনে জানুন অজানা তথ্য

ইতিমধ্যে মহম্মদ সামি এবং ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক অজিত আগরকরের মধ্যে হালকা বাগযুদ্ধ দেখতে পাওয়া যায়। অজিত আগরকর দাবি করেছিলেন, একমাত্র ফিটনেসের কারণেই সামিকে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে জায়গা দেওয়া হচ্ছে না। যদিও সামি নিজেকে 'ফিট' বলেই দাবি করেছিলেন। এমনকী, প্রমাণ হিসেবে তিনি রনজি ট্রফি এবং দলীপ ট্রফির পারফরম্য়ান্সও তুলে ধরেন।

Mohammed Shami in Duleep Trophy 2025: প্রত্যাবর্তনেই মুখ থুবড়ে পড়লেন সামি, এবার পাকাপাকি বন্ধ টিম ইন্ডিয়ার দরজা?

সম্প্রতি বাংলার হয়ে লাল বলের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন মহম্মদ সামি। চলতি রনজি ট্রফিতে তিনি ইতিমধ্যে ৩ ম্য়াচে ১৫ উইকেট শিকার করেছেন। এরমধ্যে গুজরাটের বিরুদ্ধে এক ইনিংসে ৫ উইকেটও শিকার করেছেন তিনি।

মোটের উপর বলা যেতে পারে, ২০২৫ আইপিএল টুর্নামেন্টে সাদামাটা পারফরম্য়ান্সের কারণেই মহম্মদ সামিকে আর দলে নিতে চাইছেন না টিম ইন্ডিয়ার নির্বাচকরা। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ অভিযোগ করেছেন, সামির বোলিংয়ে নাকি গতি এবং লেংথের ধারাবাহিকতা নেই। পাশাপাশি এই মরশুমেও তেমন নজর কাড়তে পারেননি তিনি। এই পরিস্থিতিতে কীভাবে সামি আরও একবার ভারতীয় ক্রিকেট দলের দরজা খুলতে পারেন, সেটাই দেখার। লাল বলের ক্রিকেট হোক কিংবা সাদা।

India vs South Africa Test Match Indian Cricket Team Mohammed Shami