Advertisment

দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন না শামি, বিরাট ধাক্কায় চুরমার রোহিতের টিম ইন্ডিয়া

বড় সমস্যা ভারতের, তারকার সার্ভিস পাবেন না রোহিত শর্মারা

author-image
IE Bangla Sports Desk
New Update
rohit-shami

রোহিত শর্মা এবং মহম্মদ শামি (টুইটার)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে মহম্মদ শামির খেলা নিয়ে সংশয় তৈরি হল। প্রোটিয়াজ সফরের দুই টেস্টেই যদি শামিকে খেলতে না দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ক্রিকবাজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, মহম্মদ শামির ইনজুরি বেশ সিরিয়াস।

Advertisment

গোড়ালির চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। টেস্টে সিরিজের স্কোয়াডের প্রায় সমস্ত তারকা দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেলেও এখনও যাননি শামি। শেষ ল্যাপে রোহিত শর্মা ১৫ ডিসেম্বর রওনা দেবেন। রোহিতের সঙ্গেই দক্ষিণ আফ্রিকায় পা রাখবেন জসপ্রীত বুমরা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনি, হর্ষিত রানার। সকলেই দুবাই থেকে দক্ষিণ আফ্রিকায় রওনা দেবেন। এঁদের সঙ্গেই প্রোটিয়াজ সফরে যাওয়ার কথা ছিল শামির। তবে আপাতত তা হচ্ছে না। গত ৩০ নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষিত হয়। বোর্ডের তরফে তখনই জানিয়ে দেওয়া হয়েছিল, শামি বর্তমানে চোট সারিয়ে তুলতে ব্যস্ত। বোর্ডের প্রেস রিলিজে বলা হয়েছিল, "মহম্মদ শামি বর্তমানে চোট সারিয়ে তুলছেন। তাঁর জায়গা পাওয়ার বিষয়টি ফিট হওয়ার ওপর নির্ভর করছে।"

ঘটনা হল, বিশ্বকাপেও চোট নিয়ে খেলেছিলেন শামি। গোড়ালির চোট উপেক্ষা করেই শামি বিশ্বকাপ জুড়ে দাপট দেখান। সেই সময়ে ডান পায়ের পাতা ফেলার সময় যন্ত্রণা হচ্ছিল তাঁর।

দক্ষিণ আফ্রিকায় শামি খেলতে না পারলে তাঁর পরিবর্ত কে হবেন, এখনও জানাননি নির্বাচকরা। তবে জানা যাচ্ছে, টি২০ এবং ওয়ানডে সিরিজের জন্য ভারতের সমস্ত প্ৰথম সারির বোলাররা বর্তমানে দক্ষিণ আফ্রিকায়। আপদকালীন ভিত্তিতে তাঁদের মধ্য থেকে কাউকে জুড়ে দেওয়া হতে পারে টিম ইন্ডিয়া টেস্ট দলের সঙ্গে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে ৭৫ জনের বেশি ভারতীয় ক্রিকেটার রয়েছেন।

ডিসেম্বরের ২৬ থেকে প্ৰথম টেস্ট শুরু হচ্ছে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। জানুয়ারির ৩ তারিখে কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।

Indian Cricket Team Mohammed Shami Indian Team Cricket News
Advertisment