Mohammed Shami on using saliva: দীর্ঘ চোট কাটিয়ে ফিরে এসে, মোহাম্মদ শামি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে আবারও উইকেট নেওয়ার স্বাভাবিক ছন্দে ফিরলেন মঙ্গলবার দুবাইয়ে।
এখনও পুরোপুরি ছন্দে না ফিরলেও, শামি তিনটি উইকেট শিকার করলেন অজিদের বিপক্ষেও। যার ফলে ভারত অস্ট্রেলিয়াকে ২৬৪ রানে আটকে রাখতে সমর্থ হয়েছিল।এবং পরে চার উইকেট হাতে রেখে জয়ে লক্ষ্যে পৌঁছে যায়। এটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড ছুঁয়ে ফেলেছে মঙ্গলবার। আইসিসির কোনও নকআউট ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডও এটা।
তবে শামি রিভার্স সুইংয়ের অভাব নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন জানিয়েছেন যাতে বলের উজ্জ্বলতা বাড়াতে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ২০২২ সালে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়, যা কোভিড-১৯ মহামারির পর ক্রিকেট পূর্ণাঙ্গভাবে ফেরার ঠিক আগেই জারি করা হয়েছিল। পুরনো বলের এক পাশকে উজ্জ্বল করতে লালা ব্যবহার করা হলে পেসাররা রিভার্স সুইং করাতে পারেন, যা ৫০ ওভারের ম্যাচের শেষ দিকে কার্যকর হয়।
তবে ক্রিকেটাররা এখনও শরীরের ঘামের মাধ্যমে বলের কিছুটা উজ্জ্বলতা বজায় রাখতে পারেন।
“আমরা রিভার্স সুইং করানোর চেষ্টা করছি, কিন্তু লালার ব্যবহার না থাকায় তা সম্ভব হচ্ছে না,” ম্যাচের পর সাংবাদিকদের বলেন শামি। “আমরা নিয়মিত লালা ব্যবহারের অনুমতির জন্য আবেদন জানাচ্ছি, এবং এটি হলে রিভার্স সুইং আরও আকর্ষণীয় হবে।”
৩৪ বছর বয়সী শামি, যিনি এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সামান্য চোট সমস্যায় পড়েছিলেন, জানান যে তিনি এখনও নিজের সেরা ফিটনেসে ফেরার চেষ্টা করছেন।
“আমি ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছি এবং দলের জন্য আরও অবদান রাখতে চাই,” বলেন শামি। “আমি লম্বা স্পেলে বোলিং করতে প্রস্তুত।”
টিম ইন্ডিয়ার প্রধান কোচ শামির প্রশংসা করে বলেছেন, “ও বিশ্বমানের পারফর্মার। ও অসাধারণ, এবং খেলার প্রতি ওঁর ক্ষুধা, তার অনুশীলনের ধরণ, পরিশ্রম – সব মিলিয়েই সে এই ধরনের পারফরম্যান্স করে।”