Hasin Jahan Shared Post: মহম্মদ শামির সঙ্গেই কয়েকদিন আগেই চুটিয়ে দেখা গিয়েছিল কন্যে বেবোকে। শপিং বলে পিতা-কন্যে মিলে বেজায় মজায় মেতেছিলেন দুজনে। সেই ছবি ভাইরাল হয়েছিল। মহম্মদ শামির নিজেও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন মেয়ের সঙ্গে ছবি এবং ভিডিও।
স্ত্রী হাসিন জাহানের সঙ্গে দাম্পত্য অশান্তির পরে দুজনে আলাদা থাকেন। কন্যা বেবো থাকেন মায়ের সঙ্গে কলকাতায়। স্ত্রী হাসিন জাহান ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় অভিযোগ করে বলেছিলেন, মেয়েকে একদমই সময় দেননা তারকা ক্রিকেটার। সেই সময়েই দীর্ঘদিন পর মেয়ের সঙ্গে মোলাকাতের আবেগী ভিডিও পোস্ট করে ঝড় তুলে দিয়েছিলেন মহম্মদ শামি।
এর মধ্যেই নেট মাধ্যমে জোর আলোচনা হাসিন জাহান নাকি নয় বছরের কন্যের জন্য 'জামাই' খুঁজতে শুরু করে দিয়েছেন। শামির বিবাহ-বিচ্ছিন্না স্ত্রী নিজেই নাকি হবু বরের সন্ধান করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় হাসিনের সাম্প্রতিক এক আর্জি ভাইরাল হয়েছে। যেখানে নিজের কন্যার জন্য নেটনাগরিকদের কাছে ভালো 'স্বামী' খুঁজে দিতে অনুরোধ করেছেন।
পুরো ঘটনার সূত্রপাত এক নেটিজেন হাসিনকে বিবাহের প্রস্তাব দেওয়ার পর থেকে। এক প্রচারমাধ্যমে হাসিন জাহানের সম্ভাব্য বিবাহ নিয়ে গুজব-খবর প্রকাশ করা হয়েছিল। সেই খবরের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হাসিন সোশ্যাল মিডিয়ায় লিখে দেন, "আমার বিয়ে নিয়ে সকলে দুশ্চিন্তা করা বন্ধ করো। আমার মেয়ের জন্য বরং সৎ চরিত্রের এক মহৎ ব্যক্তির সন্ধান করো।"
শামির দিকে ইঙ্গিত করে হাসিন আরও লেখেন, "সকলকে প্লিজ আমার মেয়ের জন্য প্রার্থনা করবেন। আমার ভাগ্যে মেয়েবাজ স্বামী জুটেছে, মেয়ের কপালে যেন সেরকম কিছু না হয়। আল্লাহ র কাছে প্রার্থনা যেন কোনও মেয়ের ভাগ্যে মেয়েবাজ চরিত্রের কোনও স্বামী না জোটে।"
মহম্মদ শামির কন্যের জন্ম ২০১৫-য়। সন্তানের জন্মের তিন বছর পরেই দাম্পত্য কলহ সূচনা হয়। আলাদা হয়ে যাওয়ার পর কন্যে বেবো মায়ের সঙ্গেই থাকে তিন বছর বয়স থেকে। একাকী থাকার সময় শামি বারবার সোশ্যাল মিডিয়া প্রচার মাধ্যমে জানিয়েছেন, তিনি তাঁর কন্যাকে মিস করেন।
স্ত্রী তাঁর সঙ্গে মেয়ের সাক্ষাতে বাধা দিয়েছেন, এমন অভিযোগ-ও উঠেছে। তারকা পেসার জানিয়েছেন, কন্যের সঙ্গে বহু বছর দেখা হয়নি। কয়েক সপ্তাহ আগে শামি এবং তাঁর কন্যের সাক্ষাতের সময়েও হাসিন অভিযোগ করে জানান, কন্যের পছন্দ মত তাঁকে কিছু দেওয়া হয়নি। এমনকি পাসপোর্টের ফর্মেও সই করেননি শামি, বলেছিলেন হাসিন।