Mohammed Siraj rattles Australia: সিডনি টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াকে পরপর আঘাত করলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। একই ওভারে আউট করলে স্যাম কনস্টাস ও অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার ট্রাভিস হেডকে। ৩ জানুয়ারি, শুক্রবার থেকে শুরু হয়েছে বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি) সিরিজের ৫ম তথা শেষ ম্যাচ, সিডনি টেস্ট। আর, সেখানেই অফ স্ট্যাম্পের ধারাবাহিকভাবে লাইন রেখে বল করে গেলেন ভারতীয় পেসার।
তার জেরেই মাত্র ৩৯ রানে চার উইকেট হারাল অস্ট্রেলিয়া। এই টেস্টের দ্বিতীয় দিনে তাঁর ৫ম ওভারে সিরাজের বল মারতে গিয়েছিলেন কনস্টাস। তিনি তখন ক্রমশই উইকেটে থিতু হয়ে গিয়েছেন। কিন্তু, বলটা যথারীতি কনস্টাসের ব্যাট স্পর্শ করেনি। তার ফলে সিরাজের ওভারের দ্বিতীয় বলে গালিতে ক্যাচ ধরেন যশস্বী জয়সওয়াল।
তাঁর জায়গায় নেমেছিলেন ট্রাভিস হেড। বর্ডার-গাভাসকর ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হেড। কিন্তু, সেই হেডকে তাঁর বিখ্যাত ফ্লিক শট মারতে দেননি সিরাজ। ভালো লেংথ রেখে হেডের দিকে নীচু হয়ে আসা বল ছোড়েন। হেড সেই বলকে অন-ড্রাইভে বাউন্ডারিতে পাঠান। এরপর সিরাজ একটি ছোট দৈর্ঘের বল করেন। তাতে অতিরিক্ত বাউন্স ছিল। বলটা হেডের ব্যাটের বাইরে লেগে দ্বিতীয় স্লিপে চলে যায়। আর, তাতেই অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৩৯।
এর আগে সিডনি টেস্টের ২য় দিনে, জসপ্রীত বুমরা মাত্র ২ রানে মার্নাস লাবুসেনকে আউট করেন। যা ভারতের সুন্দর সূচনার ইঙ্গিত দেয়। ভারতীয় দলের অস্থায়ী অধিনায়ক এদিন তাঁর দ্বিতীয় ওভারে, লাবুসেনকে আউট করেন। বল লাবুসেনের ব্যাটে লেগে উইকেটরক্ষক ঋষভ পন্থের কাছে চলে যায়।
এই আউটের পর চলতি সিরিজে বুমরার উইকেটের সংখ্যা দাঁড়ায় ৩২। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ভারতীয় বোলারদের সর্বাধিক উইকেট নেওয়ার নতুন রেকর্ড ইতিমধ্যেই গড়েছেন ভারতীয় দলের অধিনায়ক। তিনি এব্যাপারে কিংবদন্তি স্পিনার বিষাণ সিং বেদীকেও ছাড়িয়ে গিয়েছেন। বেদী ১৯৭৭-৭৮ সালে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ৫ ম্যাচে ৩১ উইকেট নিয়েছিলেন।