Mohammed Siraj: এবারের আইপিএল টুর্নামেন্টে একাধিক ক্রিকেটার দলবদল করেছেন। এমনও অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা বহু বছর একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও তাঁদের দল-বদল করতে হয়েছে। ২০২৫ আইপিএল মেগা নিলামের আগে একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের রিলিজ করে দিয়েছিল। সেই তালিকায় নাম ছিল আরসিবি-র প্রাক্তন ক্রিকেটার মহম্মদ সিরাজেরও। এই মরশুমে মহম্মদ সিরাজ গুজরাট টাইটান্সের হয়ে খেলতে নামবেন। তবে এবার আরসিবি এবং বিরাট কোহলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মহম্মদ সিরাজ।
বিরাট সম্পর্কে কী বললেন মহম্মদ সিরাজ?
একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ সিরাজ বললেন, 'একেবারে মন থেকে বলছি, আমার কেরিয়ারের উন্নতির পিছনে বিরাট কোহলির অনেক বড় অবদান রয়েছে। ২০১৮ এবং ২০১৯ সালে যখন আমার কেরিয়ারে খুব খারাপ সময় চলছিল, সেইসময় বিরাট আমার পাশে দাঁড়িয়েছিল। ও আমাকে রিটেন করেছিল। এরপর থেকে আমার পারফরম্যান্স গ্রাফ উর্ধ্বমুখী হতে শুরু করে। আমার কেরিয়ারে বিরাটের যথেষ্ট অবদান রয়েছে। আরসিবি আমাকে ছেড়ে দেওয়ার পর যথেষ্ট আবেগবিহ্বল হয়ে পড়েছিলাম। এবার আরসিবি-র বিরুদ্ধে কেমন পারফরম্যান্স করতে পারি, সেটাই দেখার। আগামী ২ এপ্রিল তো ম্যাচ রয়েছে।'
আরসিবি-র তৃতীয় সর্বাধিক উইকেটশিকারী মহম্মদ সিরাজ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দীর্ঘদিন খেলেছেন মহম্মদ সিরাজ। আরসিবি পেস ডিপার্টমেন্টের প্রধান বোলার ছিলেন তিনি। পাশাপাশি আরসিবি-র হয়ে তিনি তৃতীয় সর্বাধিক উইকেটও শিকার করেছেন। তিনি ৮৭ ম্যাচে মোট ৮৩ উইকেট শিকার করেছেন। সিরাজের সেরা বোলিং পারফরম্যান্স হল ২১ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার।
বিরাট এবং সিরাজ হবেন মুখোমুখি
২০২৫ আইপিএল টুর্নামেন্টে আগামী ২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচে বিরাট কোহলি এবং মহম্মদ সিরাজ একে অপরের বিরুদ্ধে খেলতে নামবেন। আইপিএল টুর্নামেন্টে এই প্রথমবার তাঁরা একে অপরের বিরুদ্ধে খেলতে নামবেন। আপাতত গুজরাট টাইটান্সের জার্সিতে জমিয়ে অনুশীলন করছেন মহম্মদ সিরাজ। নেটে তিনি যথেষ্ট বিধ্বংসী বোলিং করছেন।