IPL 2025: জমে উঠেছে গুজরাট টাইটান্স (Gujarat Titans) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ম্য়াচ। টস জিতে গুজরাট প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। কিন্তু, তারা এত জঘন্য ফিল্ডিং করল যে বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করেছে। রয়্যাল ব্যাটারদের মধ্যে জ্বলে উঠলেন লিভিংস্টোন, জীতেশ শর্মা এবং টিম ডেভিড। এরমধ্যে হাফসেঞ্চুরি (৪০ বলে ৫৪ রান) করলেন লিভিংস্টোন। এছাড়া ২১ বলে ৩৩ রান করেন জীতেশ এবং ১৮ বলে ৩২ রান করলেন ডেভিড।
তবে গুজরাটের বোলাররা কিন্তু এই ম্য়াচে বেশ ভাল পারফরম্য়ান্স করেছে। বেঙ্গালুরুর টপ অর্ডার তো একেবারে মুখ থুবড়ে পড়েছিল। একটা সময় দলটা ১০০ রানের চৌকাঠ স্পর্শ করতে পারবে কি না, তা নিয়ে প্রশ্নও তোলা হয়েছিল। আর এই কৃতিত্বটা টাইটান্স বোলারদের। প্রথম সাত ওভারে তাঁরা যথেষ্ট আঁটসাঁট বোলিং করেন।
তারপর কিছুটা হলেও লাগাম হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল। রশিদ খান ৪ ওভারে খরচ করলেন ৫৪ রান। তবে এই ম্য়াচে সাই কিশোর কিন্তু আলাদা করে নজর কাড়লেন। মরশুমের শুরু থেকেই তিনি বেশ ভাল ছন্দে রয়েছেন। বুধবারও (২ এপ্রিল) আরসিবিকে খুব বেশি হাত খুলতে দেননি তিনি।
প্রতিশোধ নিলেন সিরাজ
আর সিরাজের (Mohammed Siraj) কথা আলাদা করে আর কীই বা বলার আছে। পুরনো দলের বিরুদ্ধে তিনি কার্যত জ্বলে উঠলেন। প্রত্যেকটা উইকেট শিকার করার পর তিনি যেভাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্টাইলে সেলিব্রেশন করছিলেন, তা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের শুরু থেকেই সিরাজকে ভাল ছন্দে দেখতে পাওয়া গিয়েছিল।
কিন্তু, চিন্নস্বামী স্টেডিয়ামে তিনি কার্যত জ্বলে উঠলেন। নেটপাড়ায় ইতিমধ্যে অনেকেই বলতে শুরু করেছেন, সিরাজ নাকি এতদিনে যাবতীয় অপমানের যোগ্য বদলা নিলেন। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে তিনি তিনটে উইকেট শিকার করেন। প্রথমে ফিল সল্ট এবং দেবদত্ত পাডিক্কলের উইকেট তুলে নেন তিনি। অবশেষে লিভিংস্টোনকেও প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন তিনি।