Advertisment

Mohammedan SC-I League: আইলিগ জয়েই হবে না ISL টিকিট! মহামেডানকে করতে হবে ছোট্ট এই কাজ-ও, তবেই মিলবে ছাড়পত্র

Mohammedan SC promoted to Indian Super League: শিলং লাজংকে ২-১ গোলে হারানোর পরেই নিশ্চিত হয়ে যায় ঘরোয়া ফুটবলের দ্বিতীয় ডিভিশন আইলিগ চ্যাম্পিয়ন হচ্ছে তাঁরা। চ্যাম্পিয়ন হওয়ার জন্য মহামেডানের সঙ্গে লড়াই ছিল শ্রীনিধি ডেকানের। তবে শেষ দুই ম্যাচে সাদা-কালো জার্সিধারীদের প্রয়োজন ছিল মাত্র ১ পয়েন্টের। শনিবার মহামেডান জিততেই পয়েন্ট অর্জনে শ্রীনিধির ডেকানের ধরাছোঁয়ার বাইরে চলে যায়।

author-image
Subhasish Hazra
New Update
ISL

মোহামেডান স্পোর্টিং শনিবার তাদের অর্জন করে ইন্ডিয়ান সুপার লিগে তাদের প্রথম পদোন্নতি নিশ্চিত করেছে

Mohammedan SC crowned I-League champions: গত বছরই আইএসএল-এ ফ্র্যাঞ্চাইজি ফি ছাড়া ক্লাবের প্রমোশন চালু হয়েছিল। আইলিগ চ্যাম্পিয়ন হয়ে পাঞ্জাব এফসি প্রথম দল হিসেবে উন্নীত হয়েছিল আইএসএল দুনিয়ায়। আর ইতিহাস গড়ে দ্বিতীয় দল হিসেবে পা রাখতে চলেছে মহামেডান এসসি। গৌরবোজ্জ্বল ইতিহাস ছিলই। সেই ইতিহাসের পালকে নতুন মুকুট যোগ হল শনিবার।

Advertisment

শিলং লাজংকে ২-১ গোলে হারানোর পরেই নিশ্চিত হয়ে যায় ঘরোয়া ফুটবলের দ্বিতীয় ডিভিশন আইলিগ চ্যাম্পিয়ন হচ্ছে তাঁরা। চ্যাম্পিয়ন হওয়ার জন্য মহামেডানের সঙ্গে লড়াই ছিল শ্রীনিধি ডেকানের। তবে শেষ দুই ম্যাচে সাদা-কালো জার্সিধারীদের প্রয়োজন ছিল মাত্র ১ পয়েন্টের। শনিবার মহামেডান জিততেই পয়েন্ট অর্জনে শ্রীনিধির ডেকানের ধরাছোঁয়ার বাইরে চলে যায়।

ম্যাচের প্রথম মিনিটেই আলেক্সিস গোমেজ মহামেডানকে ১-০ গোলে এগিয়ে দেন। তবে শিলংয়ের হয়ে ডগলাস তারদিন পেনাল্টি থেকে সমতা ফিরিয়ে দেন ১৫ মিনিটে। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে মহামেডানের হয়ে জয়সূচক দ্বিতীয় গোল করেন ইভজেনি কোজলভ।

শনিবাসরীয় জয়ের পর মহামেডানের ২৩ ম্যাচে অর্জিত পয়েন্ট দাঁড়াল ৫২-এ। এখনও বাকি ১ ম্যাচ। শ্রীনিধি ডেকানের থেকে এখনই ৮ পয়েন্টে এগিয়ে কলকাতার জায়ান্টরা। শেষ দুই ম্যাচে শ্রীনিধি ডেকান জিতলেও পয়েন্টে ছুঁতে পারবে না মহামেডানকে।

শ্রীনিধি ডেকান আগের ম্যাচে নেরোকা এফসির সঙ্গে বৃহস্পতিবার ১-১ ড্র করার পর মহামেডানের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। অন্যদিকে, ২০২০/২১ সিজনে আইলিগে রানার্স আপ হওয়া মহামেডান শনিবারের ম্যাচে খেলতে নেমেছিল আগের ম্যাচে ইন্টার কাশির সঙ্গে ১-১ ড্র করে। সবমিলিয়ে টানা ১০ ম্যাচ অপরাজেয় আন্দ্রে চেরনিশভের দল।

পরের সিজনে মহামেডানের গন্তব্য আইএসএল। তবে তার আগে আর একটি ছোট্ট বাধা রয়েছে। ইস্টবেঙ্গল-মোহনবাগানের সঙ্গে আইএসএল খেলতে হলে মহামেডানকে ক্লাব লাইসেন্সিং প্রিমিয়ার-১ যে শর্তাবলী রয়েছে, তা পূরণ করতে হবে। তাহলেই কেল্লাফতে।

কলকাতা ময়দানে নতুন দিকবদলের সূচনা করে গেল শনিবারের ফুটবল। তিন ক্লাব সর্বভারতীয় স্তরে শীর্ষ স্তরে একই লিগে খেলবে, এমন ঘটনা বহু বছর ঘটতে চলেছে। ইস্ট-মোহন আইলিগ সংসারে থাকার সময় মহামেডান দ্বিতীয় ডিভিশনের আইলিগেই সীমাবদ্ধ ছিল। একইভাবে সাদা কালো জার্সি ধারীরা যখন আইলিগ মাতাচ্ছেন, সেই সময় ইস্ট-মোহন আবার আইএসএল সংসারের বাসিন্দা। এবার একই সঙ্গে আইএসএল-এ তিন প্রধান। কলকাতা ফুটবল লিগে মহামেডানের ইতিহাস সবথেকে উজ্জ্বল। ১৪ বারের ট্রফিজয়ীরা ৭ বার রানার্সও হয়েছে। ১৪ বার ট্রফিজয়ের মধ্যে ৮বারই জয় এসেছিল প্রাক-স্বাধীনতা পর্বে (১৯৩৪-১৯৪৮)। স্বাধীনতার আগেই মহামেডান সাতবার চ্যাম্পিয়ন হয়। টানা পাঁচবার এই পর্বে কলকাতা লিগ জয়ের কীর্তিও।রয়েছে শতাব্দীপ্রাচীন এই দলে।

এমন গৌরবের ইতিহাস যে ক্লাবের শিরায়-উপশিরায় সেই ক্লাব কখনই শীর্ষস্থানীয় কোনও লিগ জেতেনি। জাতীয় ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশনে কেবল চ্যাম্পিয়ন হয়েছিল ব্ল্যাক প্যান্থার্সরা (আইলিগ, যা ভারতীয় ফুটবল পিরামিডে বর্তমানে দ্বিতীয় ডিভিশন)। আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ, ফেডারেশন কাপ একাধিকবার জিতলেও আইলিগ অধরা ছিল মহামেডানের। এখন আইএসএল-এর জন্য যোগ্যতা অর্জন করে হারানো সম্মান পুনরুদ্ধার করল কলকাতার তৃতীয় প্রধান।

ISL Indian Football Kolkata Football Mohammedan SC
Advertisment