/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/Nuriddin-mohammedan.jpg)
একদিন আগেই ফ্লোরেন্তিন পোগবাকে সই করানোর কথা ঘোষণা করে চমকে দিয়েছে এটিকে মোহনবাগান। এবার সবুজ মেরুন জার্সির সেই রিক্রুটকে চ্যালেঞ্জ জানিয়ে দিল মহামেডানের রবিবারের বিরাট ঘোষণা। তাজিকিস্তানের জাতীয় দলের মিডফিল্ডার নুরিদ্দিন দারভোনভকে সই করিয়ে ফেলল সাদা-কালো ব্রিগেড। তাজিক ফুটবলে যিনি 'রোনাল্ডো' নামে পরিচিত।
তাজিকিস্তানের শীর্ষ লিগের নামি ক্লাব ইস্তিকোলে সাতটি আলাদা আলাদা মরশুমে নুরিদ্দিন খেলেছেন সাত বছর। রাশিয়ার বিখ্যাত লোকোমোটিভ মস্কো তো বটেই সার্বিয়া, বুলগেরিয়া, ইন্দোনেশিয়ার একের পর এক তারকা খচিত ক্লাবে খেলেছেন। সার্বিয়ান সুপার লিগে যেমন খেলেছেন স্লোবোদা উজিসের হয়ে। ওমান প্রফেশনাল লিগে খেলেছেন ওমান ক্লাবের জার্সিতে। ইন্দোনেশিয়ায় তাঁকে দেখা গিয়েছে মাদুরাই ইউনাইটেড এবং বোর্নিও ক্লাবে।
✅DONE DEAL✅
Mohammedan SC have reached an agreement with current FC Istiklol midfielder Nuriddin Davronov. ⚫️⚪️
The player has agreed to terms with the black & white brigade and will be donning the historic black and white colours.🔥💪🏻🇮🇳✈️#JaanJaanMohammedan#TransferAlertpic.twitter.com/8JtQlvsyIE— Mohammedan SC (@MohammedanSC) June 26, 2022
INTERVIEW
'Tajikistan's #Ronaldo' Nuriddin Davronov talks #WCQ & his national team familyhttp://t.co/xyNGH4H0vhpic.twitter.com/1EX5X9SrOG— FIFA World Cup (@FIFAWorldCup) October 12, 2015
নজরকাড়া ক্লাব সিভির মতই নুরুদ্দিনের আন্তর্জাতিক সাফল্যও মাথা ঘুরিয়ে দেওয়ার মত। জাতীয় দলের যুব পর্যায়ে খেলার পর সিনিয়র দলের হয়ে খেলে ফেলেছেন ৫০টি ম্যাচ। ২০০৮ থেকেই জাতীয় দলে তিনি নিয়মিত। তাঁর নামের পাশে রয়েছে ৮টি গোলও। ২০০৭-এ দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে তাজিকিস্তান জাতীয় দলের হয়ে অংশ নিয়েছেন। ২০০৮-এ এএফসি চ্যালেঞ্জার্স কাপের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্স হয় তাজিকিস্তান। সেই টুর্নামেন্টেও ছিলেন নুরুদ্দিন।
আরও পড়ুন: ছাঁটাই হচ্ছেন বাগানের দীর্ঘদিনের এই বিদেশি! কৃষ্ণ-উইলিয়ামসের মতই বাতিলের খাতায় সুপারস্টার
রবিবার বেলার দিকে মহামেডানের তরফে সরকারি বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়, "এফসি ইস্তিকোল মিডফিল্ডার নুরুদ্দিন দারভোনভের সঙ্গে মহামেডানের সঙ্গে চুক্তি চূড়ান্ত। আসন্ন মরশুমে ঐতিহাসিক সাদা-কালো জার্সি গায়ে চাপাতে প্রস্তুত নুরুদ্দিন। বর্তমানে তাজিকিস্তানের শীর্ষ লিগের এফকে ইস্তিকোলের হয়ে খেলছেন তিনি। শীঘ্রই তিনি কলকাতায় আসবেন।"