Advertisment

আইলিগ জয়ী বাগানের বিদেশি কোচ এবার মহামেডানে! বিশ্বকাপের মধ্যেই বিরাট কোচ-বদল কলকাতায়

রাশিয়ান কোচকে ছাঁটাই করে বাগানের সেরার সেরা কোচকে নিতে চলেছে মহামেডান এসসি

author-image
Subhasish Hazra
New Update
NULL

নামি দামি বিদেশি এনে স্কোয়াড গড়া হয়েছিল। টুর্নামেন্ট শুরুর আগে খেতাব জয়ের সম্ভাব্য দাবিদার হিসাবেও দাগিয়ে দেওয়া হয়েছিল মহামেডান এসসিকে। তবে আইলিগ অর্ধেক গড়ানোর আগেই চ্যাম্পিয়ন হওয়া থেকে অনেক পিছিয়ে গিয়েছে চলতি আইলিগে একমাত্র কলকাতার দল। সাত ম্যাচে সাত পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তলানি থেকে তিন নম্বরে মহামেডান।

Advertisment

এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এবার কোচ বদল করতে চলেছে মহামেডান। এমনটাই সূত্রের খবর। আন্দ্রে চেরনিশভ গতবার দলকে রানার্স করেছিলেন। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। তাই ছাঁটাই করা হচ্ছে রাশিয়ান কোচকে। নতুন কোচ হিসেবে মহামেডানে পছন্দের মোহনবাগানকে তিন বছর আগে আইলিগ চ্যাম্পিয়ন করা কিবু ভিকুনা। ডায়মন্ড হারবার-কে কোচিং করানোর সূত্রে যিনি বর্তমানে কলকাতাতেই রয়েছেন।

মহামেডান এবার আইলিগে যথেষ্ট শক্তিশালী দল গড়েছে। সেনেগালের ওসুমানে এন দিয়ায়ে, সার্বিয়ার নিকোলা স্টোজানোভিচ, নুরুদ্দিন, আবিওলা দাউদা, মার্কাস জোসেফের মত কোয়ালিটি বিদেশিদের সই করানো হয়েছে। তা সত্ত্বেও প্ৰথম থেকেই ছন্দ হারিয়েছে সাদা-কালো বাহিনী। ৭ ম্যাচে জয় এসেছে মাত্র দুটিতে। শেষ তিন ম্যাচে জোড়া হার হজম করেছে মহামেডান। মঙ্গলবার কেকড়ে এফসির কাছে ২-২ গোলে ড্র করেছে ঘরের মাঠে।

এরপরেই ক্লাব কর্তারা কোচ বদলের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বুধবারই ক্লাবে বিনিয়োগকারী সংস্থার সঙ্গে ক্লাব কর্তাদের বৈঠকে বসছেন। সেই বৈঠকেই সম্ভবত কোচ বিদায়ের বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।

পরিবর্ত বিদেশি হিসাবে প্ৰথমেই পছন্দ কিবু ভিকুনা। মোহনবাগানকে কয়েক বছর আগেই আইলিগ চ্যাম্পিয়ন করেছিলেন। ভারতীয় ফুটবলের নাড়ি নক্ষত্র সম্পর্কে ওয়াকিবহাল তিনি। আইলিগে চ্যাম্পিয়ন হওয়ার পর কেরালা ব্লাস্টার্সেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে স্প্যানিশ ম্যানেজারের। কলকাতাতেই থাকার সূত্রে দ্রুত দলের সঙ্গে যোগ দিতে পারবেন কিবু। এমনটা ভেবেই তাঁর হাতে কঠিন সময়ে দলের দায়িত্ব দিতে চলেছেন সাদা-কালো কর্তারা।

বাগানকে বিপদ থেকে উদ্ধার করে চ্যাম্পিয়ন করেছিলেন পোল্যান্ডে বসবাসকারী এই স্প্যানিয়ার্ড। এবারেও কি কলকাতার ক্লাবে ম্যাজিক দেখাতে পারবেন তিনি, দেখা যাক।

Mohunbagan Kolkata Football Indian Football Mohun Bagan
Advertisment