ইস্টবেঙ্গলের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি নিয়ে ময়দানি ফুটবলে জল্পনা তুঙ্গে। কিছুদিন আগেই লাল হলুদ শীর্ষকর্তারা বাংলাদেশে ঘুরে এসেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে এবার এই পথে এগোচ্ছে ঐতিহ্যশালী মহামেডানও। মহামেডান পদ্মাপাড়ের ক্লাবের সঙ্গে গাঁটছড়া সম্পন্ন করার পথে। কলকাতার মহামেডান এবং ঢাকা মহামেডান এবার চুক্তিবদ্ধ হওয়ার পথে। এমনটাই ইঙ্গিত ফুটবল মহলের।
বৃহস্পতিবার ঢাকা থেকে কলকাতার বিমানে চড়েছেন ঢাকা মহামেডানের শীর্ষ কর্তা (ডিরেক্টর এবং ফুটবল সচিব) আবু হাসান চৌধুরী। পদ্মাপাড়ের ফুটবল মহলে যিনি প্রিন্স নামে পরিচিত। তাঁর পিতা সিরাজুল হক চৌধুরি একসময় ঢাকা মহামেডানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। একইসঙ্গে কলকাতার মহামেডানের সাম্মানিক পদাধিকারীও ছিলেন। পুরোনো স্মৃতি উস্কে দিয়েই কলকাতায় পা রাখছেন তিনি।
আরও পড়ুন: মোহনবাগান নামের আগে ATK, ক্লাবের আবেগে আঘাত! সহ-সভাপতি হয়েই সোচ্চার কুনাল
শুক্রবার প্রিন্সকে পাশে বসিয়ে বড়সড় ঘোষণা করতে চলেছেন সাদা-কালো কর্তারা। কী ঘোষণা? ক্লাবের বিনিয়োগকারী বাঙ্কারহিলের কর্তা দীপক সিং ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানালেন, চুক্তির বিষয় একদমই প্রাথমিক পর্যায়ে। শুক্রবার ক্লাবে এসে সাদা-কালো কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। তার পর ধীরে ধীরে চুক্তির বিষয়ে এগোনো হবে পরবর্তী পর্যায়ে।
মহামেডান ক্লাবের বর্তমান বিনিয়োগকারী বাঙ্কারহিল গোষ্ঠী। আইএসএলেও খেলার প্রচেষ্টা জারি রয়েছে ক্লাবের তরফে। এমন অবস্থায় পড়শি দেশের ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলে, সেটা কী উপায়ে, তা আলোচনার উদ্দেশ্যেই প্রিন্সের কলকাতায় আগমন। জানা যাচ্ছে, এমনিতে ঢাকা মহামেডানের আর্থিক অবস্থা ভাল নয়। তবে বর্তমান ক্লাবের পরিচালন গোষ্ঠীতে বেশ কয়েকজন আর্থিক প্রভাবশালী ব্যক্তি যুক্ত হয়েছেন। তাঁরাই কলকাতার সমনামী ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। সম্মতি রয়েছে এপার বাংলার ক্লাবেরও। তারপরেই এই আলোচনার আয়োজন।
ঢাকা মহামেডান পা রাখছে কলকাতায় (ছবি-প্রিন্স)
জানা যাচ্ছে, চুক্তি যে পর্যায়েই হোক না কেন, দুই ক্লাবের ফুটবলাররা যে দুই বাংলায় আসবেন, তা প্রায় চূড়ান্ত। অর্থাৎ এপার বাংলার ফুটবলাররা ঢাকায় যাবেন। ঢাকার ক্লাবের ফুটবলাররা আসবেন কলকাতায়। ফুটবলারদের মাধ্যমে দুই ক্লাব এগিয়ে চলবে নতুন সম্পর্কের পথে।
ঢাকা মহামেডান ক্লাব থেকে অতীতে গঙ্গাপাড়ের ক্লাবে খেলে গিয়েছেন কান্নন, কাইজার হামিদ, রাইহান, মানিক, জনি, সালাউদ্দিনরা। সেই দৃশ্য আবার দেখা যেতে পারে।
প্রিন্স ঢাকা বিমানবন্দর থেকে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানালেন, তিনি আসছেন। ছবিও শেয়ার করলেন। সাদা-কালো ক্লাবকে রঙিন করে তুলতে পারবেন রাজপুত্রের আগমন, প্রশ্ন এখন সেটাই।