মহামেডান: ২ (ছাঙতে ৪', ৭২')
সিকিম হিমালয়ান এফসি: ১ (নিমাকো ৭৫')
গোল্ডেন বল: ছাঙতে
গোল্ডেন গ্লাভস: প্রিয়ন্ত সিং (গোলকিপার)
Sikkim Governor’s Gold Cup Final: ৩৯ তম সিকিম গভর্নর্স গোল্ড কাপ জিতল মহামেডান স্পোর্টিং ক্লাব। ফাইনালে ঘরের দল সিকিম হিমালয়ান এফসিকে ২-১ গোলে হারিয়ে দিল দীপেন্দু বিশ্বাস ও শাহিদ রমনের ছেলেরা।
মঙ্গলবার গ্যাংটকের পালজোড় স্টেডিয়ামে সাদা-কালো ব্রিগেডের হয়ে জোড়া গোল করেছেন ভানলালবিয়া ছাঙতে (মাবিয়া)। সিকিম হিমালয়ানের হয়ে একমাত্র গোল ইউজিন নিমাকোর।
ম্য়াচের প্রথম একাদশ (ছবি-মহামেডান)
আরও পড়ুন-দুরন্ত ইস্টবেঙ্গল খেতাবের আরও কাছে, স্বপ্নভঙ্গ মহামেডানের
এদিন মন্দ আবহাওয়ার জন্য় ম্য়াচ নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর শুরু হয়। দেড়টার বদলে খেলা শুরু হয় দুপুর দু'টোর সময়। ম্য়াচের চার মিনিটে মহামেডানকে গোল করে এগিয়ে দেন ছাঙতে।
বিরতিতে ১-০ এগিয়েই মাঠ ছাড়ে প্রিয়ন্ত সিংরা। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ঘানার স্ট্রাইকার নিমাকোর গোলে সমতায় ফেরে হিমালয়ান এফসি। কিন্ত এই ব্য়বধান তারা ধরে রাখতে পারেনি। ৭৫ মিনিটে ফের একবার মাবিয়ার গোলে মহামেডান ট্রফি নিশ্চিত করে।
গত রবিবার সিকিম পুলিশকে ১-০ হারিয়ে ফাইনালের টিকিট সংরক্ষণ করেছিল মহামেডান। এই জয়ের পরেই চ্য়াম্পিয়ন হওয়ার রসদ পেয়ে গিয়েছিল তারা।
এই নিয়ে তৃতীয়বার গোল্ড কাপ জিতল মহামেডান। ১৯৮০ সালে কলকাতার রাজস্থান ক্লাবকে হারিয়ে প্রথমবার চ্য়াম্পিয়ন হয় ব্ল্য়াক প্য়ান্থার্স। তারপর ২০১৬ সালে ঝাপা এফসিকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা ওঠে কলকাতার তিন প্রধানের অন্য়তম ক্লাবের মাথায়।
তিন বছর আগে মহামেডানকে ফাইনালে তুলেছিলেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। সেমিফাইনালে তাঁর গোলেই জিতেছিল মহামেডান। সে বারও সাদা-কালো বাহিনী সিকিমে চ্যাম্পিয়ন হয়েছিল। আর এ বার সেই দীপেন্দু যোগেই ফের চ্য়াম্পিয়ন হল মহামেডান।
এবার গোল্ড কাপে ইস্টবেঙ্গল ও টুর্নামেন্টের সর্বাধিক চ্য়াম্পিয়ন (১০ বার) মোহনবাগান দল পাঠায়নি। বাংলার হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করেছিল মহামেডান। বাংলার মুখ উজ্জ্বল করেই সিকিম থেকে ফিরছে মহামেডান।