Advertisment

ফের জোড়া গোলে ঝলসালেন ফ্রান, মোহনবাগান ২-১ হারাল কেরালাকে

Mohun Bagan vs Gokulam Kerala: কল্য়াণীতে গোকুলাম কেরালাকে ২-১ গোলে হারিয়ে আই-লিগে দ্বিতীয় জয়ের স্বাদ পেল মোহনবাগান। গত অগাস্টে এই কেরালার দলের কাছেই ডুরান্ড ফাইনাল হারতে হয়েছিল বাগানকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mohun Bagan vs Gokulam Kerala

গোলের পর ফ্রান গঞ্জালেজের উচ্ছ্বাস (ছবি-টুইটার, আই-লিগ)

মোহনবাগান ২ (ফ্রান গঞ্জালেজ ২৪', ৪৮')

Advertisment

গোকুলাম কেরালা ১ (মার্কাস জোসেফ ৪৫+৩')

Mohun Bagan vs Gokulam Kerala: ঘরের মাঠ কল্য়াণীতে গোকুলাম কেরালাকে ২-১ গোলে হারিয়ে আই-লিগে দ্বিতীয় জয়ের স্বাদ পেল মোহনবাগান। গত অগাস্টে এই কেরালার দলের কাছেই ডুরান্ড ফাইনাল হারতে হয়েছিল বাগানকে। এদিন সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়ল।

পাঁচ দিন আগে এই কল্য়াণীতেই মণিপুরের নতুন ক্লাব ও লিগে অভিষেককারী ট্রাউ এফসি-কে চার গোলের মালা পরিয়ে টুর্নামেন্টের প্রথম জয়ের স্বাদ পেয়েছিল কিবু ভিকুনার শিষ্য়রা। সেদিন জোড়া গোল করেছিলেন বাগানের নয়নের মণি ফ্রান গঞ্জালেজ। সোমবারও তিনি আলো জ্বাললেন কল্যাণীতে। করলেন ফের জোড়া গোল। কল্য়াণীতে আগত ১৪৩৭০ জন দর্শককে হতাশ করল না মোহনবাগান।

প্রথমার্ধ দেখল ১-১

এদিন ম্য়াচের ২২ মিনিটেই গোলের খাতা খুলে ফেল মোহনবাগান। আশুতোষ মেহতাকে বক্সের মধ্য়ে ফেলে দেওয়া হলে রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। ফ্রান গোল করে এগিয়ে দেন দলকে। প্রথমার্ধের সংযোজিত তিন মিনিটের মধ্য়েই কেরালা সমতায় ফেরায়। মালেমকে বাগানের ডিফেন্ডার বক্সের মধ্য়ে কড়া ট্য়াকেল করায় পেনাল্টি পায় গোকুলাম। গোল করতে ভুল করলেন না মার্কাস জোসেফ।

দ্বিতীয়ার্ধে ফের গোল ফ্রানের

বিরতির পর মাঠে ফিরেই গোলের দেখা পায় কিবুর শিষ্য়রা। বেইতিয়ার অ্যাসিস্ট থেকে দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন সেই স্প্য়ানিশ ফরোয়ার্ড ফ্রান। ম্য়াচের ৮১ মিনিটে কেরালার কাছে সুযোগ ছিল ম্য়াচে ফিরে আসার। কিন্তু মার্কাসের দুরন্ত শট একটুর জন্য় পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। অতিরিক্ত আট মিনিট যোগ করা হলেও ম্য়াচে ফিরতে পারেনি কেরালা। চার ম্য়াচে সাত পয়েন্ট নিয়ে মোহনবাগান চলে এল লিগ টেবিলে দ্বিতীয় স্থানে। মগডালে ইস্টবেঙ্গল। চার ম্য়াচে তাদের সংগ্রহ আট পয়েন্ট।

মোহনবাগান: শঙ্কর রায়, ফ্রান্সিকো মার্টিনেজ, গুরজিন্দর কুমার, আশুতোষ মেহতা, জোসেবা বেইতিয়া, নংদাম্বা নাওরেম (শুভ ঘোষ), জুলেন ওলাইজিলা (লালরামচুলোভা), ভিপি সুহের, এসকে সহিল, ড্য়ানিয়েল সাইরাস ও ফ্রান গঞ্জালেজ।

Football Mohun Bagan I-league
Advertisment