Mohun Bagan Election News: শেষবেলায় 'মাস্টারস্ট্রোক' দেবাশিসের! অবাক সবুজ-মেরুন সমর্থকরা

Mohun Bagan Club Election 2025: শোনা যাচ্ছে, সোমবার (৯ জুন) বিকেল সাড়ে তিনটে নাগাদ সচিব পদের জন্য মনোনয়ন পত্র জমা দিতে পারেন সৃঞ্জয় বসু। তবে দেবাশিস দত্ত কোনও মনোনয়ন জমা দেবেন না।

Mohun Bagan Club Election 2025: শোনা যাচ্ছে, সোমবার (৯ জুন) বিকেল সাড়ে তিনটে নাগাদ সচিব পদের জন্য মনোনয়ন পত্র জমা দিতে পারেন সৃঞ্জয় বসু। তবে দেবাশিস দত্ত কোনও মনোনয়ন জমা দেবেন না।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohun Bagan Election 34234

অবশেষে সমঝোতার পথেই এগোল মোহনবাগান নির্বাচন

Mohun Bagan Election: মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের নির্বাচন (Mohun Bagan Club Election 2025) যে আপাতত হিমঘরে ঢুকে গিয়েছে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। সমঝোতার রাস্তায় হেঁটে দেবাশিস দত্ত (Debasish Dutta) এবং সৃঞ্জয় বসু (Srinjoy Bose) শিবির 'মিলিজুলি সরকার' গঠন করতে চলেছে, তা কার্যত নিশ্চিত। সূত্রের খবর, মোহনবাগান ক্লাবের আগামী সচিব হতে চলেছেন সৃঞ্জয় বসু। আর সভাপতির চেয়ারে বসতে চলেছেন দেবাশিস দত্ত। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে কোনও বিবৃতি দেওয়া হয়নি। 

Advertisment

আজই মনোনয়ন জমা দেবেন সৃঞ্জয় বসু

শোনা যাচ্ছে, সোমবার (৯ জুন) বিকেল সাড়ে তিনটে নাগাদ সচিব পদের জন্য মনোনয়ন পত্র জমা দিতে পারেন সৃঞ্জয় বসু। তবে দেবাশিস দত্ত কোনও মনোনয়ন জমা দেবেন না। আর এটাই যে 'ডিডি'র মাস্টারস্ট্রোক, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। কিন্তু, কেন মনোনয়ন জমা দেবেন না দেবাশিস? আসলে মোহনবাগান ক্লাবে সভাপতি পদের জন্য কখনও নির্বাচন হয় না। আর সেকারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে তাঁর পদোন্নতি হতে চলেছে, তা বলা যেতেই পারে।

Mohun Bagan Election: মোহনবাগানে টুটু বসু জমানার অবসান? জেনে নিন আসল সত্যিটা!

Advertisment

আপাতত যা খবর, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে অবশ্যই একটি নতুন কমিটি তৈরি করা হবে। সেই কমিটির ক্ষমতা মূলত দেবাশিস এবং সৃঞ্জয় শিবিরের হাতেই থাকবে। অর্থাৎ দুই শিবির থেকে লোকজন নিয়েই তৈরি করা হবে এই নতুন কমিটি। গত মাস দেড়েক নির্বাচনী আঁচে রীতিমতো উত্তপ্ত হয়েছে বাগান চত্বর। শনিবার বিকেলের পর থেকেই বাগানে বইতে শুরু করেছে বসন্তের হাওয়া।

Debasish Dutta Mohun Bagan: 'সৃঞ্জয়ের সঙ্গে কাজ করতে হলে...', সমঝোতার আগে সুর নরম করলেন দেবাশিস?

ইতিপূর্বে দেবাশিস দত্ত নিজেও বলেছেন, 'আমি যদি বলি সমঝোতা হচ্ছে না, তাহলে সেটা একেবারেই মিথ্যা কথা বলা হবে। আমি এই ব্যাপারটাকে একেবারেই সমঝোতা বলছি না। সমঝোতা কীসের? কার সঙ্গে কার সমঝোতাই বা হবে? আমার ইচ্ছে, মোহনবাগান ক্লাবের স্বার্থে এই বছর নির্বাচনের মাধ্যমে কর্মকর্তাদের সেরা দলটাই উঠে আসুক। যে দলটা মোহনবাগান ক্লাবকে আরও সাফল্যের শৃঙ্গে তুলে নিয়ে যেতে পারবে, তাদের হাতেই দায়িত্ব দেওয়া হোক। সেক্ষেত্রে আমাকে সরতে হলে কিংবা সৃঞ্জয়ের সঙ্গে একসঙ্গে কাজ করতে হলে, আমার কোনও সমস্যা নেই। আমি চাই এই নির্বাচনের হাত ধরে যেন ম্যানেজমেন্টের সেরা দলটাই দায়িত্ব পায়।'

srinjoy bose Debasish Dutta Mohun Bagan Club Election 2025 Mohun Bagan Election