ময়দানি ফুটবলে আরো এক দুঃসংবাদ। প্রয়াত হলেন মোহনবাগান ক্লাবের সভাপতি স্বপনসাধন বসুর স্ত্রী শম্পা বসু। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে ময়দানে শোকের ছায়া নেমে এসেছে।
বয়স হয়েছিল ৭০ বছর। স্বপনসাধন বসু এবং পুত্র সৃঞ্জয় বসুর মত ফুটবলে ছিল অগাধ ভালোবাসা। তবে দীর্ঘদিন অসুস্থ থাকার সময়েও ক্লাবের খোঁজ রেখেছেন নিয়মিত। কলকাতার পাশাপাশি দুবাইয়েও চিকিৎসা করানো হয় শম্পাদেবীর। তবে শত চেষ্টাতেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি।
আরো পড়ুন: পাঁচ বছরের চুক্তি চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ইস্টবেঙ্গল, অপব্যাখ্যা চাইছে না শ্রী সিমেন্ট
টুটু বসু সফল ব্যবসায়ী হয়ে ওঠার পিছনে সবসময়েই স্ত্রী শম্পাদেবীকে কৃতিত্ব দিতেন। মোহনবাগান অনুরাগও দুজনকে একই দিকে টেনে এনেছিল। তবে স্ত্রীর অসুস্থতার জন্যই গত কয়েকমাস ক্লাবে সেভাবে সক্রিয়ভাবে দেখা যায়নি তাঁকে।
শম্পাদেবীর জন্ম ১৯৫১-এর ৭ জুন। রবীন্দ্র অনুরাগিনী ছিলেন। মৃত্যুতে রেখে গেলেন দুই ছেলে, পুত্রবধূ, দুই নাতি এবং এক নাতনিকে।
বুধবার সন্ধ্যা সাতটায় বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে আসে শম্পাদেবীর নশ্বর দেহ। এক ঘন্টা থাকার পরে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন