/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/1-LEAD-10.jpg)
করোনা সংক্রমণের কারণে আইলিগের বাকি ম্যাচ বাতিল করা হলো। অসমাপ্ত আইলিগে চ্যাম্পিয়ন মোহনবাগান। শনিবারের রাতের দিকেই ফেডারেশনের পক্ষ থেকে জানানো হলো বাকি ২৮টি ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। সেইসঙ্গে সরকারিভাবে আইলিগের চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণাও করা হলো সবুজ মেরুন ব্রিগেডকে।
গোটা দেশ জুড়ে করোনা সংক্রমণের প্রকোপ ক্রমশ বাড়ছে। এমন অবস্থায় ৩মে পর্যন্ত দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে আইলিগের প্যানেলের সদস্যরা ভিডিও কনফারেন্সে ফেডারেশনের কার্যকরী কমিটির কাছে প্রস্তাব রাখে যাতে আইলিগের বাকি ম্যাচ বাতিল করা হয়। সেই পরামর্শ মেনেই ফেডারেশনের সরকারি সিদ্ধান্ত কেবল সময়ের অপেক্ষা।
We sincerely thank AIFF League committee and @ChennaiCityFC,@minervapunjabfc, @Churchill_Goa,@GokulamKeralaFC,@NerocaFC,@officialtraufc,@AizawlFC,@realkashmirfc for showing exemplary sportsman spirit to formally acknowledge Mohun Bagan as deserving champions of I-League 2019-20 pic.twitter.com/eSojDPgzoa
— Mohun Bagan (@Mohun_Bagan) April 18, 2020
League Committee sends its recommendations to the AIFF Executive Committee
Read more ➡️ https://t.co/BAgnS4kaTo#IndianFootball ⚽ #LeagueForAll ???? pic.twitter.com/2FWNVJ8R9b— Hero I-League (@ILeagueOfficial) April 18, 2020
ফেডারেশনের বিবৃতিতে জানানো হয়েছে, "২০২৯/২০ মরশুমের বাকি খেলা বাতিল করা হোক। মার্চ মাসের ১৪ তারিখ আইলিগ বন্ধ হওয়া পর্যন্ত মোহনবাগান লিগ তালিকার শীর্ষে ছিল। সেই কারণে মোহনবাগানকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হচ্ছে।"
লিগ তালিকায় মোহনবাগান এমনিতেই ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে বাকি দলগুলির থেকে অনেকটাই এগিয়ে ছিল। রানার্স আপ স্লটের জন্য লড়াই ছিল মিনার্ভা পাঞ্জাব, ইস্টবেঙ্গল (দুই দলই ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট) এবং রিয়াল কাশ্মীরের (১৫ ম্যাচে ২২ পয়েন্ট) মধ্যে।
কেন মোহনবাগানই খেতাব জয়ী তার ব্যাখ্যাও দিয়েছে ফেডারেশন, "যদি বাকি ম্যাচ সূচি অনুযায়ী খেলা হতো তাহলেও মোহনবাগান অন্যান্য দলগুলির থেকে শীর্ষে থেকে ফিনিশ করত।"
পাশাপাশি, ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চ্যাম্পিয়নের পুরস্কার অর্থ বাদ দিয়ে বাকি অর্থ লিগের অন্যান্য দলগুলির মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।
আইলিগ বাতিল করার সময় ১১ দলের মধ্যে সবথেকে নীচে ছিল ইন্ডিয়ান আরোজ। নেরোকা (১৭ ম্যাচে ১৯ পয়েন্ট) ও আইজল এফসি (১৫ ম্যাচে ১৬ পয়েন্ট) যথাক্রমে নবম ও দশম স্থানে। তবে ফেডারেশনের সিদ্ধান্ত চলতি মরশুমে কোনো দলকেই অবনমন করানো হবে না।