scorecardresearch

সবুজ-মেরুনের ত্রাস হয়ে ওঠা ক্লাবেই বাগানের চ্যাম্পিয়ন বিদেশি! পুজোর আগেই বড় আপডেট

ডুরান্ডে মোহনবাগানকে কাঁদিয়ে দেওয়া রাজস্থান ইউনাইটেড শিবিরে এবার যোগ দিতে চলেছেন মোহনবাগানে খেলে যাওয়া জোসেবা বেইতিয়া।

সবুজ-মেরুনের ত্রাস হয়ে ওঠা ক্লাবেই বাগানের চ্যাম্পিয়ন বিদেশি! পুজোর আগেই বড় আপডেট

বাগানের জার্সিতে ফুল ফোটাতেন মাঝমাঠে। কিবু ভিকুনার মোহনবাগানকে আইলিগ চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড়সড় ভূমিকা ছিল জোসেবা বেইতিয়ার। সেই বেইতিয়া এবার আসন্ন আইলিগে যোগ দিতে চলেছেন রাজস্থান ইউনাইটেডে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এমন খবরই কনফার্ম করছে। কিছুদিন আগেই ডুরান্ড কাপের প্ৰথম ম্যাচে এটিকে মোহনবাগানকে নাস্তানাবুদ হতে হয়েছিল রাজস্থান ইউনাইটেডের কাছে। সেই দলই ঠিকানা হতে চলেছে বেইতিয়ার।

রিয়েল সোসিয়েদাদের যুব দল থেকে উত্থান বেইতিয়ার। স্পেন ছেড়ে বিদেশে প্ৰথম খেলতে আসেন ভারতেই। মোহনবাগানের জার্সিতে নাম লেখানোর আগে স্পেনের বিভিন্ন ডিভিশনের একাধিক ক্লাবে খেলেছেন বেইতিয়া। রিয়েল সোসিয়েদাদের ‘বি’ দলের হয়ে সিনিয়র কেরিয়ার শুরু করেছিলেন। টানা তিন মরশুম সোসিয়েদাদে খেলার পরে সোমোজাস, মারবেলা, রেসিং ফেরোল-এ খেলেছেন। মোহনবাগানে সই করার ঠিক আগের মরশুমেই বেইতিয়া খেলে এসেছিলেন রিয়েল ইউনিয়নের হয়ে। প্রসঙ্গত, স্প্যানিশ তৃতীয় ডিভিশনের মারবেলার হয়েই সম্প্রতি অনুশীলন করে এসেছেন ইস্টবেঙ্গলে গত মরশুমে খেলা অরিন্দম ভট্টাচার্য।

আরও পড়ুন: অলিভার কানের বিরুদ্ধে খেলা কিংবদন্তি এবার ইস্টবেঙ্গলে! বড় দায়িত্বে ময়দানের মহীরুহ

ভারতে এসে মিডফিল্ডে রাজত্ব করেছিলেন জোসেবা বেইতিয়া। কিবু ভিকুনার দলের অন্যতম অস্ত্র হয়ে উঠেছিলেন তারকা। তাঁর ডিফেন্স চেরা পাস বহু ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। সবমিলিয়ে মোহনবাগানের হয়ে ১৬ ম্যাচে ৩ গোল করেছিলেন তিনি।

আরও পড়ুন: আজীবন মোহনবাগানিই থাকব! ইস্টবেঙ্গল ছেড়ে ‘বিষাক্ত’ লাল-হলুদ সমর্থকদের ধুয়ে দিলেন সপ্তক

সংযুক্তির পর এটিকে মোহনবাগানে ঠাঁই হয়নি কিবু ভিকুনার দলের তারকাদের। ভিকুনা নিজে সই করেন কেরালা ব্লাস্টার্সের হয়ে। কেরালাতেও তিনি বেইতিয়াকে চেয়েছিলেন। তবে কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট স্প্যানিশ তারকাকে চায়নি।

জোসেবা বেইতিয়ার কাছে চার্চিল সহ একাধিক আইলিগ দলের প্রস্তাব ছিল। তবে স্প্যানিশ মিডিও শেষ পর্যন্ত সই করেন রাউন্ডগ্লাস পাঞ্জাবে। রাউন্ডগ্লাস পাঞ্জাবের হয়ে গত দুই মরশুমই খেলছিলেন তিনি। এবার নাম লেখাচ্ছেন ডুরান্ড কাপে মোহনবাগানেরই নেমেসিস হয়ে ওঠা রাজস্থান ইউনাইটেডে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Mohun bagan ex star joseba beitia set to sign for rajasthan united