/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/Mohunbagan-mohammedan.jpg)
কয়েক মরশুম আগে সবুজ মেরুন স্কোয়াডের অংশ ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবল কেরিয়ার সমাপ্ত করে সরাসরি যোগ দিয়েছিলেন বাগানে। তারকা সেই উইঙ্গার কেন লুইসকে তুলে নিয়ে চলতি দলবদলের বাজারে বেশ চমক দিল মহামেডান এসসি। শনিবারই মহামেডানের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল, আসন্ন মরশুমের জন্য সাদা-কালো জার্সি গায়ে চাপাবেন কেন লুইস।
থানেতে জন্ম নেওয়া তারকা পিফা স্পোর্টসের হয়ে কেরিয়ার শুরু করেছিলেন। মাহিন্দ্রা এবং টাটা ফুটবল একাডেমিতে যোগ দেওয়ার আগে মাত্র ১৪ বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে ট্রায়ালেও অংশ নিয়েছেন।
আরও পড়ুন: গ্রিস-অস্ট্রেলিয়ার জাতীয় দলের স্ট্রাইকার এবার ব্লাস্টার্সে! ISL কাঁপাতে তৈরি সুপারস্টার
২০১০-এ পাকাপাকিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তারকা। যোগ দেন ফেয়ারলো ডিকিসন নাইটসের হয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রেই পড়াশুনার চালিয়ে যান সমান্তরালভাবে। স্নাতক উত্তীর্ণ হওয়ার পরে লুইস টেক্সাসে হিউস্টন ডায়নামো-র যুব দলে সই করেন। ইউএসএ-তে লারেদো হিটসের হয়েও খেলেছেন তারকা।
আরও পড়ুন: ISL মাতাতে ভারতে ওয়েঙ্গারের ছাত্র! সুপার লিগে এবার চমকের পর চমক
✅ DONE DEAL ✅
Former Roundglass Punjab FC, Mohunbagan, Bengaluru FC, Sudeva FC and Delhi Dynamos experienced winger Kean Lewis has joined the black and white brigade for the upcoming season ⚫️⚪️💪🏻#JaanJaanMohammedan#TransferAlertspic.twitter.com/UoLQQG4ZGa— Mohammedan SC (@MohammedanSC) July 9, 2022
হিউস্টন ডায়নামো থেকেই মোহনবাগানে ট্রায়াল দেন ২০১৫-র জুলাইয়ে। পরে নির্বাচিত হয়ে কলকাতা লিগে চুটিয়ে খেলেন সবুজ মেরুন জার্সিতে। আইলিগে বাগানের হয়ে আত্মপ্রকাশ করেন আইজল এফসির বিরুদ্ধে। সেই ম্যাচ মোহনবাগান ৩-১ গোলে চূর্ণ করে পাহাড়ি ক্লাবটিকে। পরের ম্যাচেই বেঙ্গালুরুর বিরুদ্ধে জাত চিনিয়ে লুইস ম্যাচের সেরা হন। লুইসদের সবুজ মেরুন বাহিনী সেবার চ্যাম্পিয়ন হয় আইলিগে।
বাগানে থাকার সময়েই কেন লুইসকে লোনে পাঠিয়ে দেওয়া হয় দিল্লি ডায়নামোসে। যেখানে জামব্রতার কোচিংয়ে নিজেকে আরও মেলে ধরেন। ২ টো গোল করার পাশাপাশি চারটে এসিস্টও করেন লুইস সেই মরশুমে। ভারতীয়দের মধ্যে সেবার তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার হয়েছিলেন। আইএসএলের তৃতীয় সিজনে সব ম্যাচ খেলে দিল্লিকে প্লে অফে পৌঁছতে সাহায্য করেন তারকা। তবে সেবার প্লে অফে কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে যায় দিল্লি।
আরও পড়ুন: ইউরোপা লিগ জয়ী আতলেতিকো মাদ্রিদের সুপার-ফরোয়ার্ড এবার ভারতে! ISL কাঁপাবেন সিমিওনের ছাত্র
আইএসএলের চতুর্থ মরশুমে ড্রাফট থেকে কেন লুইসকে কেনে পুণে সিটি এফসি। তবে প্রি-সিজনে চোট পেয়ে বসায় সেবার নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তারকা।
পরের মরশুম কেন লুইসের স্মরণীয় হয়ে থেকেছিল বেঙ্গালুরু এফসির প্ৰথম আইএসএল জয়ী স্কোয়াডের সদস্য হওয়ায়। ২০১৮/১৯ মরশুমে লুইস নীল জার্সিতে ১৭ ম্যাচ খেলেন। আইএসএলের সঙ্গেই চুটিয়ে অংশ নেন এএফসি কাপ অভিযানেও। দারুণ খেলার সুবাদে লুইসের সঙ্গে বেঙ্গালুরুর চুক্তি আরও এক বছর বাড়ানো হয়।
এরপরের চার মরশুম কেন লুইসকে খেলতে দেখা গিয়েছে আইলিগে, সুদেবা এফসি এবং রাউন্ডগ্লাস পাঞ্জাবের হয়ে।