কলকাতায় চাকরি গেল মোহনবাগানকে আইলিগ চ্যাম্পিয়ন করা কোচের! কাশ্মীরি সুপারস্টার এবার হেড কোচ

বেশিদিন কলকাতায় থাকা হল না চ্যাম্পিয়ন কোচের

কলকাতায় চাকরি গেল মোহনবাগানকে আইলিগ চ্যাম্পিয়ন করা কোচের! কাশ্মীরি সুপারস্টার এবার হেড কোচ

ডিসেম্বরের শেষ সপ্তাহে দায়িত্ব নিয়েছিলেন। তবে মহামেডানে মাস দেড়েকের মধ্যেই কিবু ভিকুনা অধ্যায় শেষ হয়ে গেল। কোচের পদ থেকে বরখাস্ত করা হল মোহনবাগানকে চার বছর আগে আইলিগ চ্যাম্পিয়ন করা কোচ।

গতবারের রানার্স আপ মহামেডান এবারের আইলিগে চরম ব্যর্থ। রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভকে রেখেই এবার আইলিগ অভিযান শুরু করেছিল সাদা-কালো বাহিনী। তবে একের পর এক ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করে চাকরি যায় রাশিয়ান কোচের। তারপরেই কিবু ভিকুনাকে রাতারাতি মহামেডান কর্তারা কোচের চেয়ারে বসান।

কলকাতা লিগের তৃতীয় ডিভিশনের ডায়মন্ড হারবার এফসি এবার মরশুম শুরুর আগে চমক দিয়ে নিয়ে এসেছিল পোলিশ বংশোদ্ভুত স্প্যানিশ কোচকে। বাগানের চ্যাম্পিয়ন কোচ যে সময় দায়িত্ব নিয়েছিলেন, সেই সময়ে মহামেডান ৭ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নয় নম্বরে নেমে গিয়েছিল।

তবে দায়িত্ব নিয়েও অবস্থার উন্নতি ঘটাতে পারেননি কোচ কিবু। যে ১১ ম্যাচ কিবুর কোচিংয়ে খেলেছে মহামেডান, সংগ্রহের খাতায় মাত্র ১৩ পয়েন্ট। সেই নয় নম্বরেই রয়েছে মহামেডান।

সাদা-কালো শীর্ষ কর্তা ইস্তিয়াক আহমেদ ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বললেন, “আইএসএল খেলার জন্য আমরা পরিকল্পনা করে এগোচ্ছিলাম। তবে কিবুকে দায়িত্ব দেওয়ার পরও অবস্থা সেই একই রয়ে গিয়েছে। তাছাড়া ফুটবলারদের সঙ্গেও ওঁর দূরত্ব ছিল। সবমিলিয়ে তাই ওঁকে সরিয়ে দেওয়া হল।”

অস্থায়ী কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে কলকাতার তিন প্রধানেই খেলে যাওয়া মেহরাজউদ্দিনকে। খেলা ছেড়ে দেওয়ার পর মেহরাজ কোচিংয়ে এসেছেন। আইএসএলে হায়দরাবাদ এফসির যেমন সহকারী কোচ ছিলেন, তেমন আইলিগে সুদেবা এফসি এবং রিয়েল কাশ্মীরেও কোচিং করিয়েছেন।

ইস্তিয়াক আহমেদ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বললেন, “আপাতত আইলিগের বাকি ম্যাচ গুলোর জন্য মেহরাজকে দায়িত্ব দেওয়া হল। পরের সিজনে কোচ কে হবেন, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Mohun bagan i league wining coach kibu vicuna sacked from mohammedan sc mehrajuddin interim manager

Next Story
ফাইনাল ম্যাচ, হোয়াট হ্যাপেনিং! সাংবাদিকের পিলে চমকানো ইংরেজিতে ঘাবড়ালেন মঈন-রাসেলরা, দেখুন ভাইরাল ভিডিও
Exit mobile version