Advertisment

উইকিপিডিয়ায় মোহনবাগানের লোগো-বিকৃতি! উঠল সাইবার ক্রাইমের অভিযোগ

উইকিপিডিয়া একটি ফ্রি এডিটিং পেজ। যে কোনো ব্যবহারকারী সংশ্লিষ্ট পেজে গিয়ে তথ্য পরিমার্জন করতে পারেন, ভুল তথ্য বাদ দিতে পারেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মোহনবাগানের সঙ্গে এটিকের গাঁটছড়া বাঁধার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে বিতর্কের শেষ নেই। এবার মোহনবাগান ক্লাবের উইকিপিডিয়া পেজে গিয়ে লোগো বিকৃতির অভিযোগ ওঠে গেল। গঙ্গাপাড়ের ক্লাব নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে যথেষ্ট সক্রিয়। তাই এবার উইকিপিডিয়ার পেজে গিয়ে কারা 'হামলা' চালাল, তা জানার জন্য এবার কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করল ক্লাব।

Advertisment

ক্লাবের অন্দরে খোঁজ নিয়ে জানা গেল, এর আগে একাধিকবার ক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রয়াস চালানো হয়েছে। কখনো লোগো, কখনো ক্লাবের নাম, ছবি বিকৃত করার চেষ্টা চালানো হয়েছে। ঘটনাচক্রে, উইকিপিডিয়া একটি ফ্রি এডিটিং পেজ। যে কোনো ব্যবহারকারী সংশ্লিষ্ট পেজে গিয়ে তথ্য পরিমার্জন করতে পারেন, ভুল তথ্য বাদ দিতে পারেন।

তবে এক্ষেত্রে, ক্লাবকে হেয় করার জন্যই এমন চেষ্টা চালানো হয়েছে বলে অভিমত। লকডাউন থাকায় বাড়িতে বসেই এমন 'সাইবার-বুলিং' এর প্রবণতাও বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বারবার একই ঘটনা ঘটায় বিরক্ত ক্লাব কর্তারাও। সেই কারণেই সাইবার সেলে অভিযোগ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

যে ডিভাইস থেকে তথ্য বিকৃত করা হয়েছে তাদের আইপি এড্রেস ট্র্যাক করেই তদন্ত চালাবেন পুলিশ কর্তারা। ক্লাবের তরফে জানানো হয়েছে, মোহনবাগান বিশ্বের অন্যতম প্রাচীন ক্লাব। এর লোগো কিংবা জার্সির রং গোটা বিশ্বেই পরিচিত। শতাব্দী প্রাচীন ক্লাবের ঐতিহ্য যাতে কোনোভাবেই ক্ষুন্ন না হয়, তা দেখবে ক্লাব।

Mohun Bagan Kolkata Football
Advertisment