Mohun Bagan Super Giant: 'এবার ডাবল স্ট্রাইকারে খেলবে মোহনবাগান', সভাপতি হয়েই বড় ঘোষণা দেবাশিসের

Mohun Bagan News Update: মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস নয়া কর্মসমিতির প্রথম বৈঠকে সোমবার ক্লাবের সভাপতি পদে দেবাশিস দত্তের নাম মনোনীত করেন। কোনও বাধা বিপত্তি ছাড়াই ক্লাবের প্রেসিডেন্ট হচ্ছেন দেবাশিস।

Mohun Bagan News Update: মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস নয়া কর্মসমিতির প্রথম বৈঠকে সোমবার ক্লাবের সভাপতি পদে দেবাশিস দত্তের নাম মনোনীত করেন। কোনও বাধা বিপত্তি ছাড়াই ক্লাবের প্রেসিডেন্ট হচ্ছেন দেবাশিস।

author-image
Koushik Biswas
New Update
Debasish Dutta-Srinjoy Bose: সভাপতি পদে বসার জন্যই কি সৃঞ্জয়ের সঙ্গে শেষপর্যন্ত সমঝোতা করলেন দেবাশিস?

Debasish Dutta-Srinjoy Bose: সভাপতি পদে বসার জন্যই কি সৃঞ্জয়ের সঙ্গে শেষপর্যন্ত সমঝোতা করলেন দেবাশিস?

Mohun Bagan Debasish Dutta: এতদিন ছিলেন মোহনবাগানের (Mohun Bagan Super Giant) সচিব। এবার থেকে নতুন দায়িত্বে দেবাশিষ দত্ত (Debasish Dutta)। মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস (Srinjoy Bose) নয়া কর্মসমিতির প্রথম বৈঠকে সোমবার ক্লাবের সভাপতি পদে দেবাশিস দত্তের নাম মনোনীত করেন। কোনও বাধা বিপত্তি ছাড়াই ক্লাবের প্রেসিডেন্ট হচ্ছেন দেবাশিস। সোমবার এই নিয়ে মুখ খুললেন তিনি। ক্লাব তাঁবুতে বসে তাঁর এবং সৃঞ্জয় বোসের যৌথ উদ্যোগে ক্লাবের অগ্রগতির রূপরেখা নিয়ে জানিয়েছেন দেবাশিস।

Advertisment

এদিন তিনি বলেন, '১৯৯৫ থেকে মোহনবাগানের সঙ্গে জড়িত। আপনাদের কাছে কৃতজ্ঞ। সমালোচনা হলে কষ্ট পেতাম, এখন ওটা থেকে শিখি। মোহনবাগান সমর্থকদের ভালবাসায় আজ এখানে এসেছি। আজ আমাদের কাজ কঠিন। আমাদের থেকে প্রত্যাশা বেড়ে গিয়েছে। আগামী ৩ বছরের জন্য প্রত্যাশা বেড়ে গিয়েছে। সবার সাহায্য নিয়ে এগোতে চাই। সঞ্জীব গোয়েঙ্কার প্রতি আমি কৃতজ্ঞ। উনি ফুটবল প্যাশনেট। আসা করি, আগামী দিনে এই প্যাশন বাড়বে।'

নয়া সচিব সৃঞ্জয় বোসের সঙ্গে গত কয়েক মাসের ঝগড়া-বিবাদ মিটে অবশেষে সমঝোতা হয়েছে। অনেকে বলছেন, মোহনবাগানে (Mohun Bagan Election) আবার দেবাশিস-সৃঞ্জয় জমানা শুরু হল। এ প্রসঙ্গে দেবাশিস বলেছেন, 'আমরা কেউ সেক্রেটারি বা প্রেসিডেন্ট নয়। ক্লাবের ভাল করতে হবে। এতদিন মোহনবাগান সিঙ্গল স্ট্রাইকারে খেলে এসেছে। এবার আমরা ডাবল স্ট্রাইকার নিয়ে খেলছি। সৃঞ্জয় আর দেবাশিস। ডাবল স্ট্রাইকারে মোহনবাগানের খেলা দেখবেন সদস্য-সমর্থকরা।'

Advertisment

আরও পড়ুন মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্ত, সহ-সভাপতি পদে কারা, জানিয়ে দিলেন সৃঞ্জয় বোস

সভাপতি পদে বসার জন্যই কি সৃঞ্জয়ের সঙ্গে শেষপর্যন্ত সমঝোতা করলেন দেবাশিস? গত কয়েকদিন ধরেই ময়দানে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জল্পনা-কল্পনা নিয়ে দেবাশিসের বক্তব্য, 'পদ দিয়ে ক্ষমতা হয় না। কাজ করতে হয়। যে কাজ করবে, তাঁকেই লোকজন মনে রাখবে। আমি সমর্থক হয়েই মোহনবাগানের হয়ে কাজ করতে চাই। কাজ করলে পরিচয়ের দরকার লাগে না। অন্যতম সেরা কমিটি এটা। আসা করব ভাল কাজ করতে পারব। ব্যারেটো-বাইচুং জুটি আমার হাতে তৈরি। তাদের মধ্যে কোনও ইগো ছিল না। তাহলে আমাদের মধ্যে ইগো থাকবে কেন? ব্যক্তির থেকে প্রতিষ্ঠান অনেক বড়।'

আরও পড়ুন এবারও ঝড় তুলবে মোহনবাগান! সবুজ-মেরুনের পথে ISL জয়ী তারকা ফুটবলার

srinjoy bose Mohun Bagan Debasish Dutta Mohun Bagan Super Giant Mohun Bagan Election