Advertisment

লেওয়ানডস্কির বিপক্ষে নামছেন বাগানের বিদেশি! ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েই নতুন চ্যালেঞ্জ তারকার

বিরাট সুসংবাদ মোহনবাগান শিবিরে

author-image
Subhasish Hazra
New Update
lewandowski-bagan

জাতীয় দলে ডাক পেলেন সাদিকু

সদ্য মোহনবাগানের জার্সিতে ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছেন। জেসন কামিন্সের সঙ্গে আইএসএল-এ যে তিনিই কোচের ফার্স্ট চয়েস হতে।চলেছেন, তা-ও অনেকটা নির্ধারিত হয়ে গিয়েছে। সেই আর্মান্দো সাদিকু এবার ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েই বড়সড় সুখবর পেলেন। জাতীয় দলের জার্সিতে এবার দুটো গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ডাক পেলেন। ডুরান্ড ফাইনালের মঞ্চ থেকে রবিবার রাতেই দেশের বিমানে চেপেছেন সাদিকু।

Advertisment

আগামী ৮ এবং ১১ তারিখে ইউরো কাপের কোয়ালিফায়ারে আলবানিয়ার খেলা রয়েছে চেচিয়া এবং পোল্যান্ডের বিপক্ষে। সেই দুই ম্যাচের জন্যই জাতীয় দলের ব্রাজিলিয়ান কোচ সিলভিনহো ডেকে নিলেন সাদিকুকে। যিনি অতীতে আর্সেনাল, বার্সেলোনা, ম্যান সিটির খেলেছেন। আপফ্রন্টে সাদিকু জুটি বাঁধবেন চেলসির তারকা আর্মান্দো ব্রোহার সঙ্গে।

এর মধ্যে শক্তিশালী পোল্যান্ড বড়সড় বাধা হয়ে দাঁড়াতে পারে আলবেনিয়ার সামনে। ফিফা রাঙ্কিংয়ে ৬৫ নম্বরে রয়েছে সাদিকুর আলবেনিয়া। পোল্যান্ডের রাঙ্কিং ২৬। লেওয়ানডস্কি সহ পোল্যান্ডের জাতীয় দলের একাধিক তারকা ইউরোপের টপ লিগে খেলেন। তাঁদের বিরুদ্ধে সাদিকু কেমন পারফর্ম করেন, সেদিকে নজর থাকবে।

আরও পড়ুন: ডার্বি হারের মঞ্চেই খারাপ খবরের স্রোত ইস্টবেঙ্গলে! তারকা বিদেশি হয়ত নেই ISL-এ

আলবেনিয়ান ফুটবলের বড় নাম সাদিকু। জাতীয় দলের হয়ে খেলছেন ২০১২ থেকে। উয়েফা ইউরো কাপে জাতীয় দলের হয়ে অংশ নিয়েছেন। এবং দেশের জার্সিতে প্ৰথম আলবেনিয়ান হিসাবে গোল করার কীর্তিও তাঁর। দেশের হয়ে সর্বোচ্চ সক্রিয় গোলদাতাও তিনি।

publive-image

জাতীয় দলের হয়ে দীর্ঘ একদশক ধরে খেলে ১২ গোল তাঁর নামের পাশে। সকল চিকেলেশির সঙ্গে তিনিই আপাতত যুগ্মভাবে আলবেনিয়ার হয়ে সক্রিয় সর্বোচ্চ গোলদাতা।

২০১৬-য় ইউরো কাপে জাতীয় দলের হয়ে খেলেছেন। সেবার-ই আলবেনিয়ার হয়ে ইউরোর মঞ্চে প্ৰথমবার গোল করে যান তিনি। সুইজারল্যান্ডের কাছে প্ৰথম ম্যাচে হেরে গেলেও রোমানিয়ার বিরুদ্ধে দলকে দুর্ধর্ষ গোল করে জয় এনে দেন সাদিকু। ইউরোর মঞ্চে সেটাই আলবেনিয়ার প্ৰথম জয়। ইউরো কাপ, বিশ্বকাপের কোয়ালিফিকেশনে নিয়মিত বিশ্বের সেরা সেরা দলের মুখোমুখি হয়েছেন তিনি। ইতালি, বসনিয়া, স্পেনের মত নক্ষত্রখচিত দলের বিপক্ষে শীর্ষ পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে সাদিকুর।

atk-mohun-bagan Mohunbagan Mohun Bagan Super Giants Mohun Bagan Indian Football Kolkata Football
Advertisment