/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/ssss-LEAD.jpg)
আই-লিগের জন্য় মোহনবাগান সই করাল সেনেগালের স্ট্রাইকার পাপা বাবাকর দিওয়ারাকে। ৩১ বছরের ডাকার নিবাসী ছ ফুটের স্ট্রাইকার এলেন সালভা চামোরোর বদলে।
ইউরোপ ও এশিয়ার টপ লিগে খেলা বাবা দিওয়ারা ইতিমধ্য়েই ভারতে আসার জন্য় ভিসার আবেদন করে দিয়েছেন। তাঁর কলকাতায় আগমনের তিথি শীঘ্রই জানিয়ে দেবে মোহনবাগান। এমনটাই ক্লাব সূত্রের খবর। এখন দেখার আগামী রবিবার ডার্বিতে বাগান দিওয়ারার সার্ভিস পায় কি না!
২০০৬ সালে সেনেগালের জিনি ডি'আর্কের হয়ে কেরিয়ার শুরু করেন দিওয়ারা। এরপর চলে যান পর্তুগালে মারিটিমোর হয়ে খেলতে। ওখান থেকে ২০১২ সালে সাড়ে চার বছরের জন্য় লা-লিগার ক্লাব সেভিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হন দিওয়ারা।
আরও পড়ুন-ফ্য়ানেদের সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন মোহনবাগানের সালভা চামোরো
সেভিয়া থেকে লিয়েনে লেভান্তে ও গেটাফের মতো ক্লাবেও খেলেছেন তিনি। বাগানে খেলার আগে তিনি অস্ট্রেলিয়ায় এ লিগ খেলেছেন অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে। এখন দেখার কিবু ভিকুনার দলের হয়ে কী ফুল ফোটাতে পারেন দিওয়ারা!
অন্য়দিকে পাঁচ মাসের মধ্য়েই মোহনবাগানের সম্পর্ক ছিন্ন হয়ে গেল স্প্য়ানিশ স্ট্রাইকার সালভাদোর পেরেজ মার্টিনেজের। সালভা চামোরো নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। গত জুন মাসের শুরুর দিকে স্প্য়ানিশ ডিফেন্ডার ফ্রান মোরান্তেকে সই করেছিল বাগান।
আরও পড়ুন-Barcelona vs Real Madrid, El Clasico Live Streaming: কখন আর কোথায় দেখবেন ম্য়াচ?
জুনের শেষের দিকে দ্বিতীয় বিদেশি হিসেবে গ্রিসের ফুটবল ক্লাব ডোক্সা ড্রামা থেকে চামোরোকে আনে গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব। কলকাতা লিগ ও ডুরান্ড কাপে দুরন্ত ছন্দে ছিলেন চামোরো। কিন্তু আই-লিগে একেবারেই নিস্পৃহ দেখায় তাঁকে। তখন থেকেই চামোরোর বিকল্পের খোঁজ শুরু করে দেয় মোহনবাগান।