এএফসি কাপে সাউথ এশিয়া জোনের মূলপর্বে পৌঁছনোর লড়াইয়ে মঙ্গলবার মোহনবাগান মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনীর বিপক্ষে। ফর্মে থাকা আবাহনীর কাছে ভালোমতই বেগ পেতে হবে বাগানকে। এমনটা ধরেই এগোচ্ছেন বাগান বস হুয়ান ফেরান্দো। গতবার এই আবাহনীকেই যুবভভারতীতে ৩-১ গোলে বিধ্বস্ত করেছিল সবুজ মেরুন শিবির।
এবার অবশ্য শক্তি বাড়িয়ে খেলতে নামছে আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রানার্স হওয়ার পর এএফসি কাপের প্ৰথম কোয়ালিফাইং ম্যাচে আবাহনী ২-১ গোলে জিতেছে মালদ্বীপের ঈগলসের বিপক্ষে। দলে তিনজন বিদেশিকে স্বল্প মেয়াদি চুক্তিতে এএফসি কাপে খেলার জন্য সই করিয়েছে বাংলাদেশি দলটি।
যাইহোক, সতর্ক মোহনবাগান এএফসি কাপে এখনই পা হড়কাতে চাইছে না। টানা দুবার ইন্টার জোনাল সেমিফাইনালে পৌঁছনো বাগান এবার আটঘাঁট বেঁধে নেমেছে এএফসি কাপে। একের পর এক নামি বিদেশি তারকা তো বটেই টিম ইন্ডিয়ার জাতীয় দলের একাধিক তারকার সই নিশ্চিত করেছে সবুজ মেরুন শিবির। কোয়ালিফাইং রাউন্ডের দ্বিতীয় ম্যাচে খেলতে নামার আগে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবং হায়দরাবাদ এফসিকে গত মে মাসে প্লে অফে হারানোর পর এএফসি কাপে যোগ্যতা অর্জন করেছে। এরপর গত সপ্তাহে নেপালের মাছিন্দ্রা এফসিকে উড়িয়ে দিয়েছে বাগান। কামিন্স এবং আনোয়ার আলি দুজনেই আলো ছড়িয়ে গোল পেয়েছেন এএফসি কাপের ম্যাচে।
সেই জয়ের ধারা বাগান শিবির অব্যাহত রাখতে পারে কিনা, সেদিকেই আপাতত নজর ফুটবল মহলে।
এএফসি কাপে সাউথ এশিয়া জোনের কোয়ালিফায়ার কবে?
এএফসি কাপে সাউথ এশিয়া জোনের কোয়ালিফায়ারে মোহনবাগান বাংলাদেশের আবাহনীর বিপক্ষে খেলতে নামছে মঙ্গলবার, ২২ অগাস্ট।
মোহনবাগান বনাম আবাহনী লিমিটেড ম্যাচ কোথায় হবে?
মোহনবাগান বনাম ঢাকা আবাহনীর ম্যাচ আয়োজিত হবে যুবভারতী স্টেডিয়ামে।
মোহনবাগান বনাম আবাহনীর ম্যাচ কখন শুরু হবে?
যুবভারতী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যে ৭ টায়।
মোহনবাগান বনাম আবাহনী ম্যাচ কোন চ্যানেলে সম্প্রচারিত হবে?
সরাসরি কোনও টিভি চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্মে ম্যাচ সম্প্রচারিত হবে না। তবে মোহনবাগানের ফেসবুক পেজ থেকে ম্যাচ লাইভ উপভোগ করতে পারবেন দর্শকরা।