Mohun Bagan Super Giant: দল বদলালেও ফিকে হয়নি ভালবাসা, আজও মোহনবাগানকেই সাপোর্ট করেন জামশেদপুরের আশুতোষ

Ashutosh Mehta Mohun Bagan: বর্তমানে জামশেদপুরের হয়ে খেললেও আশুতোষ ইতিপূর্বে মোহনবাগানের ফুটবলার ছিলেন। ২০১৯-২০ মরশুমে খেলেন মোহনবাগানের হয়ে। ২০২১-২২ মরশুমে আবারও তিনি সবুজ-মেরুন জার্সিতে সই করেন।

Ashutosh Mehta Mohun Bagan: বর্তমানে জামশেদপুরের হয়ে খেললেও আশুতোষ ইতিপূর্বে মোহনবাগানের ফুটবলার ছিলেন। ২০১৯-২০ মরশুমে খেলেন মোহনবাগানের হয়ে। ২০২১-২২ মরশুমে আবারও তিনি সবুজ-মেরুন জার্সিতে সই করেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Ashutosh Mehta

আজও মোহনবাগানকে ভালবাসেন আশুতোষ মেহতা

Ashutosh Mehta on Mohun Bagan: হাতে আর বেশি সময় বাকি নেই। আগামী সোমবার (৭ এপ্রিল) দ্বিতীয় লেগের সেমিফাইনাল ম্য়াচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং জামশেদপুর এফসি (Jamshedpur FC)। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচ আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে দ্বিতীয় লেগের সেমিফাইনাল ম্যাচ খেলতে শহর কলকাতায় পা রেখেছেন জামশেদপুরের ফুটবলাররা। আর ময়দানে নামার আগেই মোহনবাগানকে ভালবাসায় ভরিয়ে দিলেন জামশেদপুরের তারকা ফুটবলার আশুতোষ মেহতা।

Advertisment

বর্তমানে জামশেদপুরের হয়ে খেললেও আশুতোষ ইতিপূর্বে মোহনবাগানের ফুটবলার ছিলেন। ২০১৭-১৮ মরশুমে তিনি এটিকে-র হয়ে খেলেন। ২০১৯-২০ মরশুমে খেলেন মোহনবাগানের হয়ে। ২০২১-২২ মরশুমে আবারও তিনি সবুজ-মেরুন জার্সিতে সই করেন। যদিও বর্তমানে এই রাইট ব্যাক ইস্পাত নগরীর হয়ে খেলছেন।

'মন থেকে সাপোর্ট করব মোহনবাগানকে'

কলকাতায় পা রেখেই আশুতোষ বললেন, 'মোহনবাগান আমার হৃদয়ে সবসময় দ্বিতীয় দল হিসেবে থাকবে। যে দলের হয়ে আমি বর্তমানে খেলছি, সেটাকে অবশ্যই আমি এক নম্বরে রাখব। কিন্তু, মোহনবাগানকে মন থেকে সবসময় সাপোর্ট করব।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'মোহনবাগানের ব্যাপারটাই একেবারে আলাদা। আমি মনে করি ইউরোপে রিয়াল মাদ্রিদ থাকলে, আমাদের এখানেও মোহনবাগান রয়েছে। মোহনবাগানের ম্য়াচ চলাকালীন গোটা সল্টলেক স্টেডিয়ামে যে আবহ সৃষ্টি হয়, তা এককথায় অসাধারণ।'

Advertisment

মহাসংগ্রামের অপেক্ষা

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, প্রথম লেগের সেমিফাইনাল ম্য়াচে জামশেদপুরের বিরুদ্ধে ২-১ গোলে পিছিয়ে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants)। তবে দলের এই পারফরম্য়ান্স নিয়ে একেবারে হতাশ নন বাগানের হেডস্যার হোসে মলিনা। তিনি এখনও বিশ্বাস করেন, আগামী সোমবার দ্বিতীয় লেগের সেমিফাইনালে (ISL 2024-25) মেরিনার্সরা দুর্দান্ত কামব্যাক করবে। আর সেই ম্য়াচের জন্য সমর্থকদের পাশাপাশি বাগান কোচ হোসে মলিনাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Ashutosh Mehta Mohun Bagan Super Giants ISL 2024-25 Jamshedpur FC