Mohun Bagan Super Giant: মলিনার পরিকল্পনাতেই গলদ! এই ৩ কারণেই হারল মোহনবাগান?

Mohun Bagan Super Giant: জামশেদপুরের বিরুদ্ধে প্রথম লেগের সেমিফাইনাল ম্য়াচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্য়াচে তারা ২-১ গোলে হেরে যায়।

Mohun Bagan Super Giant: জামশেদপুরের বিরুদ্ধে প্রথম লেগের সেমিফাইনাল ম্য়াচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্য়াচে তারা ২-১ গোলে হেরে যায়।

author-image
Koushik Biswas
New Update
Mohun Bagan Super Giant 1

মোহনবাগান সুপার জায়ান্ট

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2024-25) দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। বৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রথম লেগের সেমিফাইনাল ম্য়াচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মেরিনার্সরা। কিন্তু, এই ম্য়াচে সবুজ-মেরুন ব্রিগেড ২-১ গোলে হেরে গিয়েছে। বাগান সমর্থকরা এই ম্য়াচের ফলাফল নিয়ে যারপরনাই হতাশ হয়ে পড়েছেন। এই হারের পর অনেকেই মোহনবাগান কোচ হোসে মলিনাকে (Jose Molina) অভিযোগের কাঠগড়ায় তুলতে শুরু করেছেন। তাঁদের দাবি, এই ৩ কারণেই জামশেদপুরের (Jamshedpur FC) বিরুদ্ধে হারল মোহনবাগান। আসুন, সেগুলো নিয়ে আলোচনা করা যাক।

Advertisment

আপুইয়া-মনবীরের চোট

চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি আপুইয়া এবং মনবীর সিং। সেকারণে বাগানের (Mohun Bagan Super Giants) স্তম্ভ কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। অনেকেই আশা করেছিলেন, ম্যাচের প্রথম একাদশে জেমি ম্যাকলারেন এবং দিমি পেত্রাতোসকে খেলাবেন মলিনা। কিন্তু, সেই পথে হাঁটেননি বাগানের স্প্যানিশ কোচ। সমর্থকদের অভিযোগ, মলিনার এই সিদ্ধান্তের কারণেই বাগানে ছন্দপতন হয়।

খালিদের এই বিশেষ রণকৌশলে ধাক্কা খায় মেরিনার্সরা

Advertisment

মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি ম্য়াচে আসল খেলাটা খেললেন ইস্পাতনগরীর কোচ খালিদ জামিল। এই ম্য়াচে মোহনবাগানের প্রধান অস্ত্র ছিলেন গ্রেগ স্টুয়ার্ট। কিন্তু, জামশেদপুরের ফুটবলাররা তাঁকেই আটকানোর জন্য় আপ্রাণ লড়াই চলায়। আর গ্রেগের নিষ্প্রভ পারফরম্য়ান্সের প্রভাব গোটা দলের উপরেই দেখতে পাওয়া যায়। এছাড়া বলের সাপ্লাই লাইন বন্ধ হওয়ার কারণে জেসন কামিংসও কার্যত অথর্ব হয়ে যান। খালিদের রণকৌশলই যে মোহনবাগানকে ব্যাকফুটে ঠেলে দেয়, তা নিশ্চিন্তে বলা যেতে পারে।

রেফারির সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন

এই ম্য়াচে রেফারির সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন মোহনবাগান সমর্থকরা। ম্যাচ যখন একবারে মধ্য গগনে, ঠিক সেইসময় রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বাগান সমর্থকরা প্রশ্ন তুলতে শুরু করেন। বল নিয়ে পেনাল্টি বক্সের মধ্য়ে ঢুকছিলেন জেসন কামিংস। কিন্তু, বক্সে ঢোকার আগে তাঁকে খুব বাজেভাবে ফাউল করেছিলেন আশুতোষ মেটা। কিন্তু, রেফারি তাঁকে লাল কার্ড দেখালেন না। এই জায়গায় রেফারির একটা সিদ্ধান্ত মোহনবাগানকে ছন্দে ফেরাতে পারত। কিন্তু, সেটাও হল না।

এই পরিস্থিতিতে আগামী সোমবার (৭ এপ্রিল) দ্বিতীয় লেগের সেমিফাইনাল ম্য়াচ খেলতে নামবে মোহনবাগান। এই ম্যাচটা মোহনবাগানকে শুধুমাত্র জিতলেই হবে না। অন্তত জোড়া গোলের ব্যবধানে তাদের জিততে হবে। আর এক গোলে জিতলে ম্য়াচ গড়াবে টাইব্রেকারে। ঘরের মাঠে ম্যাচ মোহনবাগানকে অবশ্যই বাড়তি অক্সিজেন দেবে। শেষপর্যন্ত কোন দল জয়লাভ করে, সেটাই দেখার।

Jose Molina Jamshedpur FC ISL 2024-25 Mohun Bagan Super Giants