/indian-express-bangla/media/media_files/2025/10/26/subhashish-bose-2025-10-26-16-27-11.jpg)
মোহনবাগান সুপার জায়ান্ট দলের অধিনায়ক শুভাশিস বসু
Mohun Bagan Super Giant: জয় দিয়ে সুপার কাপ (Super Cup 2025) অভিযান শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। গত শনিবার (২৪ অক্টোবর) তারা চেন্নাইন এফসি-র (Chennayin FC) বিরুদ্ধে খেলতে নেমেছিল। ফাতোরদা স্টেডিয়ামে আয়োজিত বৃষ্টিস্নাত এই ম্য়াচে মোহনবাগান ২-০ গোলে জয়লাভ করেছে। বাগানের হয়ে দুটো গোলই করেছেন অজি ফরোয়ার্ড জেমি ম্য়াকলারেন (Jamie Maclaren)। আর খেলা শেষ হতে না হতেই ভয়ঙ্কর 'হুঙ্কার' দিলেন সবুজ-মেরুন ব্রিগেডের অধিনায়ক শুভাশিস বসু (Subhasish Bose)।
কী কী সমস্যায় পড়েছিল মোহনবাগান?
ম্যাচের পর শুভাশিস বললেন, 'আমরা খুব বেশি বৃষ্টিভেজা মাঠে খেলি না। বল খুবই আটকে যাচ্ছিল। সেকারণে ম্য়াচের প্রথমার্ধে আমরা যথেষ্টই সমস্যার মুখে পড়েছিলাম। তবে দ্বিতীয়ার্ধে বৃষ্টিটা একটু কম হওয়ার কারণে আমরা পাসিং ফুটবল খেলতে পেরেছি। তার আগে যেহেতু বল আটকে যাচ্ছিল, সেকারণে নিজেদের নিরাপত্তার কথা ভেবে খেলেছি। আর তাই লং ফুটবলের বেশি করে জোর দিয়েছিলাম। দ্বিতীয়ার্ধে মাঠ তুলনামূলকভাবে অনেকটা শুকিয়ে যাওয়ার কারণে ভাল ফুটবল উপহার দিতে পেরেছি।'
Mohun Bagan Super Giant Goal: বৃষ্টিভেজা ফাতোরদায় আগুন জ্বালালেন জেমি, উন্মাদনা মেরিনার্সদের
বাগানের সাফল্যের রহস্য কী?
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'গ্রুপ পর্বে অন্য দলগুলো কেমন পারফরম্য়ান্স করল, সেটা দেখার তুলনায় নিজেদের পারফরম্য়ান্সে আমরা আরও বেশি করে ফোকাস করতে চাই। আজকের ম্য়াচে আমরা জয়লাভ করেছি। এবার পরবর্তী ম্য়াচ নিয়ে আমরা চিন্তাভাবনা করব। তারপর তো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আমাদের খেলা। আপাতত আমরা একটা করে ম্য়াচ ধরে-ধরে এগোতে চাই। তিনটে ম্য়াচই জেতার চেষ্টা আমরা করব।'
Mohun Bagan Super Giant News: 'মোহনবাগান সমর্থকদের মুখে হাসি ফোটাব...', কথা দিলেন আপুইয়া
ইস্টবেঙ্গলকে নিয়ে কী বললেন শুভাশিস?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মোহনবাগানের পাশাপাশি গত শনিবার (২৫ অক্টোবর) ইস্টবেঙ্গল এফসি-ও (East Bengal FC) খেলতে নেমেছিল। প্রতিপক্ষ ছিল গোয়ারই স্থানীয় ক্লাব ডেম্পো এসসি। প্রথম ম্যাচে ডেম্পোর বিরুদ্ধে ইস্টবেঙ্গল লিড নিয়েও শেষপর্যন্ত জিততে পারেনি। ম্যাচটা শেষপর্যন্ত ২-২ গোলে ড্র হয়ে যায়। ডেম্পোর বিরুদ্ধে লাল-হলুদ ব্রিগেডের পারফরম্য়ান্স নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। যদিও সেই ব্যাপারে কোনও মাথাব্যথা নেই বাগান অধিনায়কের। তাঁর যাবতীয় চিন্তা আগামী ম্য়াচ নিয়ে। আগামী ম্য়াচে এই ডেম্পোর বিরুদ্ধেই খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড।
আগামী পরিকল্পনা কী সবুজ-মেরুন ব্রিগেডের?
আগামী ম্যাচের পরিকল্পনা কী? শেষকালে শুভাশিস বললেন, 'এখনও সেইভাবে কিছু ঠিক হয়নি। কোচ আজকের ম্যাচে আমাদের পারফরম্য়ান্স বিশ্লেষণ করবেন। তারপরই আগামী ম্য়াচের পরিকল্পনা তৈরি করা হবে। এখানে আরও একটা বিষয় রয়েছে। ম্যাচের দিন যদি আমাদের ফুটবলাররা নিজেদের সেরা পারফরম্য়ান্স উজাড় করে দিতে পারে, তাহলেই আমরা জিতে মাঠ ছাড়তে পারব।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us