/indian-express-bangla/media/media_files/2025/07/16/kolkata-derby-2025-07-16-12-00-51.jpg)
কলকাতা ডার্বির উত্তেজনায় চড়ছে বাংলা ফুটবলের পারদ
Super Cup 2025: ২০২৫ সুপার কাপে এই নিয়ে চতুর্থবার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) এবং ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে কোনও দলই গোল করতে পারেনি। এই পরিস্থিতিতে গোল পার্থক্যে এগিয়ে থাকার কারণে পরবর্তী রাউন্ডে পৌঁছে গেল অস্কার ব্রুজোঁর দল। অন্যদিকে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল সবুজ-মেরুন ব্রিগেড।
Mohun Bagan Super Giant: ডার্বির আগে মোহনবাগানকে নিয়ে বড় খবর! 'হুঙ্কার' ছাড়লেন হোসে মলিনা
সোনার সুযোগ হাতছাড়া করলেন বিপিন
হতে পারে, ম্য়াচের প্রথমার্ধে কোনও দল গোল করতে পারেনি। কিন্তু, একথা নিঃসন্দেহে বলা যেতে পারে যে ইস্টবেঙ্গল এফসি-র দাপট ছিল একেবারে চোখে পড়ার মতো। প্রথম ৪৫ মিনিটে তারা একাধিক গোল করার সুযোগ তৈরি করেছিল। কিন্তু, শেষপর্যন্ত তারা লকগেট ভাঙতে পারেনি। সেরার সেরা সুযোগ পেয়েছিলেন লাল-হলুদ ব্রিগেডের তারকা ফুটবলার বিপিন সিং। তাঁর নিখুঁত হেডার ক্রসবারে লেগে ফিরে আসে। বলটা একটু এদিক থেকে ওদিক হলেই, প্রথমার্ধের ফলাফল ভিন্ন হতেই পারত।
জয় ছাড়া রাস্তা খোলা নেই মোহনবাগানের সামনে
খাতায়-কলমে এটা গ্রুপ পর্বের শেষ ম্য়াচ হলেও, কলকাতা ডার্বি যে চলতি টুর্নামেন্টের ভার্চুয়াল কোয়ার্টার-ফাইনাল ছিল, তা বলা যেতেই পারে। যে দল জয়লাভ করত, তারাই গ্রুপ এ থেকে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করত। এই ম্য়াচের আগে দুটো দলই আপাতত ৪ পয়েন্টে দাঁড়িয়ে ছিল। তবে গতবারের সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল গোল পার্থক্যে মোহনবাগানের থেকে এগিয়ে ছিল। শেষপর্যন্ত, এটাই তাদের হাতিয়ার হিসেবে কাজে লাগল।
East Bengal FC Latest News: এক জয়েই বাজিমাত, মোহনবাগানকে টপকে শীর্ষে ইস্টবেঙ্গল
সম্প্রতি আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। মেরিনার্সদের বিশ্বাস ছিল, এই জয়ের আত্মবিশ্বাসই সুপার কাপে কাজে লাগাতে পারবে মোহনবাগান। কিন্তু, শেষপর্যন্ত তা আর হল না। চলতি সুপার কাপ জুড়েই সবুজ-মেরুন ব্রিগেড একেবারে জঘন্য পারফরম্য়ান্স করেছে। তিনটে ম্য়াচ মিলিয়ে তারা মোট ২ গোল করেছে। সবথেকে বড় কথা, ডেম্পোর মতো একটা দুর্বল দলের কাছে তারা আটকে গিয়েছিল। এই পরিস্থিতিতে এমন ফলাফল একেবারেই অপ্রত্যাশিত নয়।
- Oct 31, 2025 21:23 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: শেষ হল খেলা
Mohun Bagan vs East Bengal Live Updates: শেষ হল চলতি মরশুমের চতুর্থ কলকাতা ডার্বি ম্য়াচ। এই ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হল।
- Oct 31, 2025 21:16 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ৮৬ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: ইস্টবেঙ্গল দলের অধিনায়ক সল ক্রেসপো মারাত্মক চোট পেলেন। মাঠ ছাড়লেন তিনি। তাঁর জায়গায় খেলতে নামলেন শৌভিক।
- Oct 31, 2025 21:15 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ৭৯ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: মাঠে নামলেন পিভি বিষ্ণু এবং হিরোশি। উঠে গেলেন বিপিন এবং আহদাদ।
- Oct 31, 2025 21:14 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ৭৮ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: ইস্টবেঙ্গলের সামান্য ভুলে বলটা পেয়ে গিয়েছিল রবসন রবিনহো। একেবারে কাছ থেকে শট মেরেছিলেন তিনি। কিন্তু, আনোয়ার আলি দুর্দান্তভাবে বলটাকে প্রতিহত করলেন।
- Oct 31, 2025 21:12 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ৭৫ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: বাগানের তারকা ফুটবলার দিমিত্রি পেত্রাতোস, রবিনহো এবং দীপক টাংরিকে মাঠে নামালেন কোচ হোসে মলিনা।
- Oct 31, 2025 21:11 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ৭৪ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: বক্সের মধ্যে একটা লো-ক্রস বাড়ানোর চেষ্টা করেছিলেন ম্যাকলারেন। কিন্তু, আনোয়ার আলি তা বিপদমুক্ত করে দিলেন।
- Oct 31, 2025 21:09 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ৬৯ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: ফ্রি-কিক থেকে মোহনবাগান পরপর দুটো গোল করার সুযোগ পেয়েছিল। কামিন্সের প্রথম প্রচেষ্টা ওয়ালে লেগে ফিরে এল। রেফারি আরও একবার ফ্রি-কিক নেওয়ার অনুমতি দিলেন। দ্বিতীয় শটটি মারলেন লিস্টন। সেটাও প্রতিহত হল। বক্সের মধ্যে একটা ক্রস বাড়িয়ে ছিলেন কামিন্স। সেটাও রি-বাউন্ড হয়ে ফিরে আসে। শেষপর্যন্ত অলড্রেড হেড দেওয়ার চেষ্টা করেন। কিন্তু, বলটাকে তিনি নির্দিষ্ট লক্ষ্যে রাখতে পারলেন না।
- Oct 31, 2025 21:01 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ৬৭ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: লিস্টনকে আটকে দিলেন আনোয়ার আলি। মুহূর্তের মধ্যে বক্সের কাছে ফাউল করলেন মিগুয়েল। বিপদজনক জায়গা থেকে ফ্রি-কিক পেল মোহনবাগান।
- Oct 31, 2025 21:00 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ৬৩ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: মাঠে এলেন জেসন কামিন্স। উঠে গেলেন সাহাল আবদুল সামাদ।
- Oct 31, 2025 20:59 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ৬১ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: ইস্টবেঙ্গলের কর্নার কিক থেকে জয় গুপ্তা হেড দিয়ে গোল করার চেষ্টা করেন। কিন্তু, বলটা সোজা কাইথের হাতে চলে যায়।
- Oct 31, 2025 20:57 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ৬০ মিনি
Mohun Bagan vs East Bengal Live Updates: ইস্টবেঙ্গলকে লিড দেওয়ার একটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন হামিদ আহদাদ। বক্সের মধ্য়েই বলটা পেয়েছিলন তিনি। কিন্তু, সোজা বিশালের সামনে শট মারেন তিনি। দুর্দান্ত সেভ করলেন কাইথ। হাতের তালু দিয়ে বলটা বিপদমুক্ত করলেন।
- Oct 31, 2025 20:55 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ৫৬ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: বল দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। বিশেষ করে মোহনবাগানের পেনাল্টি অঞ্চলে। বাঁ দিক থেকে জয় গুপ্তা একটি বাঁকানো ক্রস বাড়ানোর চেষ্টা করলেন। কিন্তু, বাগানের ডিফেন্সে তা প্রতিহত হয়ে যায়।
- Oct 31, 2025 20:42 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ৫০ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: বক্সের মধ্যে একটা ক্রস বাড়লেন লিস্টন। সঠিত জায়গায় দাঁড়িয়ে ছিলেন অলড্রেড। তিনি গোলমুখী হেড করলেন। কিন্তু, এবারও বলটা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হল।
- Oct 31, 2025 20:40 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ৪৬ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ এল মোহনবাগানের কাছে। বক্সের মধ্যে একটা সুন্দর বল বাড়ালেন আপুইয়া। সেই বলে হেড দিয়েছিলেন লিস্টন। অল্পের জন্য তাঁর হেডার লক্ষ্যভ্রষ্ট হল। জালের উপরের দিকে বলটা লাগে।
- Oct 31, 2025 20:19 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: হাফটাইম
Mohun Bagan vs East Bengal Live Updates: শেষ হল প্রথমার্ধের খেলা। প্রথম ৪৫ মিনিটে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে কেমন পারফরম্য়ান্স করে, সেটাই আপাতত দেখার।
- Oct 31, 2025 20:16 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ৪৫ মিনি
Mohun Bagan vs East Bengal Live Updates: প্রথমার্ধের শেষে ২ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল।
- Oct 31, 2025 20:16 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ৪২ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: দুর্গম একটি অ্যাঙ্গল থেকে গোলমুখী শট বাড়িয়েছিলেন মিগুয়েল। কিন্তু, বাগান প্রহরী সজাগ ছিলেন। হাতের তালু দিয়ে বলটাকে বিপদমুক্ত করলেন বিশাল কাইথ।
- Oct 31, 2025 20:14 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ৪১ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: আপুইয়াকে লক্ষ্য করে পাস বাড়ালেন কোলাসো। গোলমুখী একটা শটও মেরেছিলেন রালতে। কিন্তু, বলটা সোজা ইস্টবেঙ্গল কিপারের কাছে গিয়ে জমা পড়ে। বলটা ধরতে তাঁর কোনও অসুবিধে হয়নি।
- Oct 31, 2025 20:08 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ৩৪ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: রেফারির সঙ্গে তর্ক করার জন্য হলুদ কার্ড দেখলেন মহেশ। অযথা হাওয়া গরম হচ্ছে।
- Oct 31, 2025 20:04 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ২৮ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: বলটাকে বক্সের মধ্যে ভাসিয়ে দিলেন ক্রেসপো। অ্যাক্রোবেটিক ফিনিশ করতে চেয়েছিলেন মহেশ। কিন্তু, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলেন তিনি। অন্যদিকে, আহদাদ দাবি করছেন, তাঁকে পিছন থেকে টেনে ধরা হয়েছে। পেনাল্টির আবেদন করছেন। কিন্তু, সেই আবেদনে কান দিলেন না রেফারি।.
- Oct 31, 2025 20:02 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ২৬ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: একটি করে হলুদ কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের মিগুয়েল এবং মোহনবাগানের শুভাশিস।
- Oct 31, 2025 19:58 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ২৪ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: বক্সের মধ্যে চিপ করে দুর্দান্ত একটা ক্রস বাড়ালেন মিগুয়েল। সেই বলে নিখুঁত একটি হেড দেন বিপিন। বল এবং মাথায় দুর্দান্ত সংযোগ হয়েছিল। কিন্তু, বলটা পোস্টে লেগে ফিরে এল।
- Oct 31, 2025 19:56 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ১৯ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: যথেষ্ট চাপ নিচ্ছেন মনবীর। ম্যাকলারেনের দিকে একটি লো ক্রস বাড়ালেন তিনি। কিন্তু, অজি ফরোয়ার্ড বলটি ধরার আগেই তা বিপক্ষের পায়ে চলে গেল।
- Oct 31, 2025 19:54 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ১৪ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: আক্রমণভাগে একাধিক সুযোগ তৈরি করার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। মোহনবাগান এখনও থিতু হতে পারেনি। তবে বিপদের কোনও গন্ধ আপাতত নেই।
- Oct 31, 2025 19:52 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ৯ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: বল দখলের লড়াইয়ে জয়লাভ করলেন রশিদ। এরপর তিনি আহদাদকে একটি থ্রু বল বাড়ালেন। আহদাদ একটা বাঁকানো শট মারতে যান। কিন্তু, বিশাল শেষপর্যন্ত বলটা ধরে নিলেন।
- Oct 31, 2025 19:50 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: ২ মিনিট
Mohun Bagan vs East Bengal Live Updates: শুরু থেকেই চাপ বাড়ানোর চেষ্টা করছে ইস্টবেঙ্গল। অনিরুদ্ধ থাপার থেকে বল পেলেন রাকিপ। তিনি মিগুয়েলকে পাস বাড়ালেন। মিগুয়েল গোলমুখী শট মেরেছিলেন। কিন্তু, অ্যালবার্ট বলটাকে বিপদ মুক্ত করলেন।
- Oct 31, 2025 19:45 IST
Mohun Bagan vs East Bengal Live Updates: কিক অফ
Mohun Bagan vs East Bengal Live Updates: শুরু হল কলকাতা ডার্বির মহাযুদ্ধ। মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us