Mohun Bagan Super Giant: জামশেদপুরের রক্ষণই পথের কাঁটা, বদলার ম্য়াচে কীভাবে দল সাজাচ্ছেন মলিনা?

Mohun Bagan Super Giant vs Jamshedpur FC: হাতে আর বেশিক্ষণ সময় বাকি নেই। কয়েকঘণ্টা পরই শুরু হবে প্রতিশোধের ম্য়াচ। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি।

Mohun Bagan Super Giant vs Jamshedpur FC: হাতে আর বেশিক্ষণ সময় বাকি নেই। কয়েকঘণ্টা পরই শুরু হবে প্রতিশোধের ম্য়াচ। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি।

author-image
Koushik Biswas
New Update
Jamshedpur vs Mohun Bagan

জামশেদপুর এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট

আইএসএল (ISL 2024-25) টুর্নামেন্টের দ্বিতীয় লেগের সেমিফাইনাল ম্য়াচে ঘরের মাঠে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants)। প্রতিপক্ষ জামশেদপুর এফসি (Jamshedpur FC)। এই ম্য়াচে মেরিনার্সরা এক গোলে পিছিয়ে খেলতে নামবে। সোমবার (৭ এপ্রিল) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে।

Advertisment

ঘরের মাঠে মোহনবাগান যে কতখানি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। ইতিমধ্যে তারা লিগ শিল্ড নিজেদের পকেটে পুরে ফেলেছে। প্রসঙ্গত, সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত শেষ ৬ ম্য়াচে মোহনবাগান ক্লিনশিট বজায় রেখে জয়লাভ করেছে। সোমবারও সেই রেকর্ড অব্যাহত রাখতে চাইবে তারা।

অন্যদিকে, জামশেদপুর এফসি প্রথম লেগের সেমিফাইনাল ম্য়াচে ২-১ গোলে এগিয়ে রয়েছে। গত বৃহস্পতিবার এই ম্য়াচটি জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আয়োজন করা হয়েছিল। সেকারণে আজকের ম্য়াচটা যদি তারা কোনওক্রমে ড্র করতে পারে, তাহলে আইএসএল ইতিহাসে প্রথমবার ফাইনাল খেলার সুযোগ পাবে।

কী বললেন খালিদ জামিল?

Advertisment

এই ম্য়াচের আগে সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন জামশেদপুর এফসি-র হেড কোচ খালিদ জামিল। তিনি বললেন, 'আমরা সেরা দলের বিরুদ্ধে খেলতে নামছি। ওরা ইতিমধ্যে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে। তবে আমাদের শক্তিশালী হয়েই মাঠে নামতে হবে। নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। ইতিবাচক মনোভাব নিয়েই খেলতে হবে এই ম্য়াচটি।'

তবে জামশেদপুর এফসি-র সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হল, বেশ কয়েকজন ফুটবলার এই ম্য়াচে খেলতে পারবেন না। তাঁরা হলেন আশুতোষ মেহতা, স্টিফেন এজে এবং মিডফিল্ডার মোবাশির রহমান।

জামিল আরও যোগ করেন, 'হ্যাঁ, আমরা ওদের অবশ্যই মিস করব। ওরা এই দলের যথেষ্ট গুরুত্বপূর্ণ ফুটবলার। তবে চোট, সাসপেনশন - এগুলো তো খেলারই অংশ। ওদের পরিবর্তে যারা মাঠে নামবে, তারা নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারে কি না, সেটাই দেখার। এই দলের প্রত্যেক ফুটবলারের উপর আমার ভরসা রয়েছে।'

কী বললেন হোসে মলিনা?

অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মলিনা অবশ্য আশা করছেন, ঘরের মাঠে তাঁর দল সঠিক ভারসাম্য খুঁজে পাবে। পর্যাপ্ত ব্যবধান বজায় রেখেই জিততে পারবে এই ম্য়াচটা।

মলিনা বললেন, 'আমরা নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছি। এমন একটা দলের বিরুদ্ধে খেলতে নামছি, যাদের রক্ষণভাগ যথেষ্ট শক্তিশালী। ফলে গোল করার জন্য আমাদের যে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। আশা করছি, এই ম্য়াচটা জেতার জন্য আমরা দলের সঠিক ভারসাম্য খুঁজে পাব।'

বাগান শিবিরেও রয়েছে চোটের সমস্যা। ইনজুরির কারণে খেলতে পারবেন না মনবীর সিং এবং লালেমমাওইয়া রালতে। বাকি দল আপাতত চনমনে রয়েছে। মাঠে নামার জন্য কার্যত মুখিয়ে আছে।

Jamshedpur FC Mohun Bagan Super Giants ISL 2024-25