Mohun Bagan Ticket Price: চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2024-25) আরও একটি মহাসংগ্রাম শুরু হতে চলেছে। দ্বিতীয় লেগের সেমিফাইনাল ম্য়াচে খেলতে নামছে জামশেদপুর এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants vs Jamshedpur FC)। সোমবার (৭ এপ্রিল) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ আয়োজন করা হচ্ছে। প্রথম লেগের সেমিফাইনাল ম্যাচে খালিদ জামিলের দল ২-১ গোলে হারিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। এই পরিস্থিতিতে দ্বিতীয় লেগের সেমিতে বাগানকে শুধুমাত্র জিতলেই হবে না, অন্তত ২-০ গোলের ব্যবধানে জিততে হবে। আর সেই কারণেই বাগান সমর্থকদের উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
এই ম্য়াচে টিকিটের চাহিদা ইতিমধ্যে আকাশছোঁয়া। প্রত্যেক মোহনবাগান সমর্থক মাঠে গিয়ে খেলাটা উপভোগ করতে চান। ইতিমধ্যে টিকিট নিয়ে শুরু হয়ে গিয়েছে কাড়াকাড়ি। তবে অনেকেই টিকিটের দাম নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশায় রয়েছেন।
আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। 'বুক মাই শো' অ্যাপের তথ্য অনুসারে, এই ম্য়াচের জন্য ১০০, ২০০, ৩০০, ৪০০, ১০০০, ৩০০০ এবং ৪০০০ টাকার টিকিট ধার্য্য করা হয়েছে। যদিও সকাল ১০টায় পাওয়া শেষ তথ্য অনুসারে, ৩০০, ৪০০ এবং ১০০০ টাকার টিকিটই অবশিষ্ট রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/04/07/NZOzW1OHT3R9vOHVPxKY.jpg)
হোম ম্য়াচে মোহনবাগানের রেকর্ড
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, হোম গ্রাউন্ডের রেকর্ডই মোহনবাগান সুপার জায়ান্টকে আপাতত আত্মবিশ্বাস জোগাচ্ছে। এই স্টেডিয়ামে তারা গত ৬ ম্য়াচে নিজেদের ক্লিনশিট বজায় রেখেই জয়লাভ করেছে। আশা করা যায়, সোমবারও সেই রেকর্ডের পুনরাবৃত্তি দেখতে পাওয়া যাবে। এই মরশুমে এখনও পর্যন্ত সেটপিস থেকে ২১ গোল করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএল ইতিহাসে এটাই সর্বাধিক গোলের রেকর্ড। এই ডেড-বল পরিস্থিতি থেকে জামশেদপুরের বিরুদ্ধে গোল পায় কি না মোহনবাগান, সেটাই আপাতত দেখার।