চলতি আইএসএল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants)। ইতিপূর্বে, তারা লিগ শিল্ড জয় করেছিল। আর এবার সেমিফাইনাল ম্যাচে জামশেদপুর এফসি-কে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করেছে মেরিনার্সরা। সোমবার (৭ এপ্রিল) রাতে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের আকাশ সবুজ-মেরুন আবিরে ঢেকে গিয়েছিল। এই জয়ে খুশি মোহনবাগানের প্রত্যেক সমর্থক। ব্যতিক্রম নন সৃঞ্জয় বসুও (Srinjoy Bose)।
ম্যাচের শেষে তিনি বললেন, 'মোহনবাগান এমন একটা দল, যারা ইতিহাস সৃষ্টি করতে ভালবাসে। আশা করছি, আগামীদিনে আরও ইতিহাস কায়েম করতে পারবে। আরও বেশি ট্রফি জিতবে। সেকারণে কোনওটার সঙ্গে কোনওটার তুলনা করা উচিত নয়। মোহনবাগান ছিল, আছে, থাকবে।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'অন্যরা সত্তর দশক, আশির দশক, রেফারির দশক নিয়ে বসে রয়েছে। তবে ওসব নিয়ে আমরা আলোচনা করতে চাই না। আমরা আমাদের দশক নিয়ে আলোচনা করতে চাই। আমরা নতুন করে দশকের ইতিহাস লিখব। আর সেটা নিয়েই আগামী প্রজন্ম লাফাবে।'
ফাইনালে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ISL 2024-25 টুর্নামেন্টে দুটো লেগে সেমিফাইনাল ম্যাচ আয়োজন করা হয়েছিল। প্রথম লেগে জামশেদপুর ২-১ গোলে জয়লাভ করেছিল। তবে দ্বিতীয় লেগের ম্যাচটা কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হয়েছিল। আর হোম ম্যাচে মোহনবাগান যে কতখানি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেকথা কারোর অজানা ছিল না। যেমন ভাবা, তেমন কাজ। দ্বিতীয় লেগে মোহনবাগান ২-০ গোলে পরাস্ত করল জামশেদপুরকে। আর সেইসঙ্গে ফাইনালের টিকিটও কনফার্ম করে ফেলল। আগামী ১২ এপ্রিল ফাইনাল ম্য়াচ খেলা হবে। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগানকে।