Dimitri Petratos: অবশেষে জল্পনার অবসান! পরের মরশুমেও মোহনবাগানে থাকছেন এই বিদেশি তারকা

Dimitri Petratos in Mohun Bagan: জল্পনার অবসান করে পরের মরশুমেও সবুজ-মেরুনে থাকছেন অজি ফুটবলার দিমিত্রি পেত্রাতোস। টম অলড্রেডের পর দিমির সঙ্গেও চুক্তি বাড়াল মোহনবাগান।

Dimitri Petratos in Mohun Bagan: জল্পনার অবসান করে পরের মরশুমেও সবুজ-মেরুনে থাকছেন অজি ফুটবলার দিমিত্রি পেত্রাতোস। টম অলড্রেডের পর দিমির সঙ্গেও চুক্তি বাড়াল মোহনবাগান।

author-image
Subhamay Mandal
New Update
Mohun Bagan retains Petratos: গত তিন মরশুম ধরে সবুজ-মেরুন জনতার নয়নের মণি দিমি পেত্রাতোস

Mohun Bagan retains Petratos: গত তিন মরশুম ধরে সবুজ-মেরুন জনতার নয়নের মণি দিমি পেত্রাতোস

Mohun Bagan Super Giants Retains Dimitri Petratos: আরও এক বিদেশি তারকার সঙ্গে চুক্তি পাকা করল মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super Giants)। জল্পনার অবসান করে পরের মরশুমেও সবুজ-মেরুনে থাকছেন অজি ফুটবলার দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)। টম অলড্রেডের পর দিমির সঙ্গেও চুক্তি বাড়াল মোহনবাগান। শুধু টম অলড্রেড আর দিমি পেত্রাতোসই নন, আগের মরশুমের গোটা বিদেশি ব্রিগেডকেই ধরে রাখল মোহনবাগান। রবিবার দিমির সঙ্গে পরবর্তী মরশুমের জন্য চুক্তি পাকা করেছে মোহনবাগান।

Advertisment

এটিকে-মোহনবাগান থেকে মোহনবাগান সুপারজায়ান্টস। গত তিন মরশুম ধরে সবুজ-মেরুন জনতার নয়নের মণি দিমি পেত্রাতোস। গোল করার পর তাঁর স্টেনগান সেলিব্রেশন থেকে শুরু করে ছুটে গ্যালারির দিকে গিয়ে সমর্থকদের সঙ্গে উল্লাস করা সবসময়ই নজরকাড়া। মোহনবাগানের জার্সিতে ISL লিগ শিল্ড, কাপ, ডুরান্ড কাপ সবই জিতেছেন অজি ফুটবলার। এবারের ISL-এ মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে তাঁর গোলই লিগ শিল্ড জয় নিশ্চিত করে মোহনবাগানের। এরকম বহু ম্যাচেই মেরিনার্সের ত্রাতা হয়েছেন তিনি।

তবে প্রদীপের আলো যেমন রয়েছে, তেমনই রয়েছে তার নিচে অন্ধকার। এবারের মরশুমে চোট-আঘাত জর্জরিত হয়েছেন দিমি। আগের মরশুমের মতো পারফরম্যান্স বেরোয়নি তাঁর পা থেকে। অনেক ম্যাচেই খেলেছেন পরিবর্ত হিসাবে। প্রথম একাদশে খুব কমই তাঁকে সুযোগ দিয়েছেন কোচ হোসে মলিনা। ম্যাচ টাইম কম পাওয়ায় তাঁর ঝলক দেখাতে পারেননি দিমি। সেই অর্থে অনেকেই মনে করছিলেন হয়তো পরের মরশুমে আর তাঁকে সবুজ-মেরুন জার্সিতে তাঁকে দেখা যাবে না।

আরও পড়ুন ফিফার কড়া শাস্তিতে মোহনবাগানে বজ্রপাত! কামিংসের জন্য বিপদে সবুজ-মেরুন শিবির

Advertisment

কিন্তু জল্পনার অবসান করে তাঁকে পরবর্তী মরশুমেও রেখে দিচ্ছে মোহনবাগান। কারণ তাঁকে টিমে দরকার বলে মনে করছেন মোহনবাগান ম্যানেজমেন্ট। এই সিজনে প্রথম একাদশে না থাকলেও পরিবর্ত হয়ে নেমে অনেক সময় ম্যাচের মোড় ঘুরিয়েছেন দিমি। তাঁকে অনেক বুদ্ধি করে ব্যবহার করেছেন মলিনা। এই মরশুমের স্বপ্নের মতো কেটেছে মোহনবাগানের। লিগ শিল্ড এবং কাপ দুই জিতেছে মেরিনার্স। পরের মরশুমেও বাকি বিদেশিদের রেখে দেওয়ায় মোহনবাগান আগের মতোই হেভিওয়েট টিম হয়ে মাঠে নামবে বলে বলে মনে করছেন সবুজ-মেরুন জনতা।

Mohun Bagan Super Giants Mohun Bagan