আগামী বছরেই আইএসএল! দেশের শীর্ষস্থানীয় লিগে খেলার জন্য পুরোদস্তুর ভাবে প্রস্তুতি নিয়ে ফেলল মোহনবাগান। এটিকে-র সঙ্গে সংযুক্তির মাধ্যমে। দীর্ঘদিন ধরেই মোহনবাগান কর্তারা ইনভেস্টরের খোঁজে ছিলেন। একাধিক সংস্থার সঙ্গে কথাবার্তা এগোলেও তা চূড়ান্ত হয়নি।
সরকারিভাবে এখনও মোহনবাগানের সঙ্গে এটিকে-র চুক্তির কথা স্বীকার করা হয়নি। তবে সূত্রের খবর, গাঁটছড়া বাঁধার প্রক্রিয়া প্রায় পাকা। চলতি সপ্তাহের শেষেই সরকারিভাবে এই চুক্তির কথা জানানো হতে পারে।
মোহনবাগানের শীর্ষকর্তা দেবাশিস দত্ত সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, "এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও কনফার্মেশন নেই। তবে ভবিষ্যতে চুক্তির বিষয়ে বহুদিন ধরেই আমাদের সঙ্গে আলোচনা চলছে। চুক্তি চূড়ান্ত হলে সরকারিভাবে ঘোষণা করা হবে।"
মোহনবাগানের মতোই এটিকের তরফে এই চুক্তির কথা সরাসরি স্বীকার করা হয়নি। তিনি বরং জানান, আইএসএল আয়োজক, এফডিএসএল কর্তারা এই বিষয়টি দেখছে। তিনি জানান, "প্রতি তিন মাস ছাড়া এমন গুজব শুনে থাকি আমরা। শেষবার শুনেছিলাম এটিকে নাকি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি করছে। এখন আবার মোহনবাগানের কথা শুনছি। দেখা যাক বিষয়টি কী হয়। এফডিএসএল বিষয়টি দেখছে। ওরাই চূড়ান্ত কথা বলবে।"
যদিও টুর্নামেন্টের আয়োজক সংস্থা এফডিএসএলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতীয় ফুটবলের রূপরেখা অনুযায়ী, চলতি মরশুমের শেষেই আইএসএলকে দেশের শীর্ষ লিগের মর্যাদা দেওয়া হবে। ধীরে ধীরে আইলিগের সঙ্গে আইএসএলেরও সংযুক্তি ঘটবে।
Read the full article in ENGLISH