মোহনবাগানঃ ১ ইন্ডিয়ান নেভিঃ ০
(ফ্রান্স গঞ্জালেজ)
ইন্ডিয়ান নেভিকে ১-০ গোলে হারাল মোহনবাগান। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে একমাত্র গোল করলেন ফ্রান্স গঞ্জালেজ ।
পরপর দু-ম্যাচে এর আগে জিতে মোহনবাগান আগেই ডুরান্ডের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। বুধবার সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ রিয়েল কাশ্মীর এফসি। কার্যত শেষ চার নিশ্চিত হয়ে যাওয়ার ফলে এদিন এক বিদেশিকে নিয়ে দল সাজিয়েছিলেন কোচ কিবু ভিকুনা। জেভিয়ের মুনোজ ছিলেন প্রথম একাদশে। বেইতিয়া কিংবা চামারোকে এদিন বাইরে রেখেছিলেন কোচ।
অন্যদিকে, ইন্ডিয়ান নেভি-র একাদশে ব্রিটো কিংবা দলরাজ সিং-দের মতো ময়দানে খেলে যাওয়া মুখ। এমন দলের বিরুদ্ধেই মোহনবাগান শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দিল। প্রথমার্ধ একাধিক সুযোগ তৈরি করলেও গোল আসেনি ফিনিশিং ঠিকমতো না হওয়ায়। এর মধ্যেই জি বাংলার সর্বোচ্চ গোলদাতা শুভ ঘোষ সবুজ মেরুন জার্সিতে নজর কাড়লেন। বক্সের মধ্যে ছটফটানি বারেবারেই বিপদে ফেলছিল ইন্ডিয়ান নেভিকে। পাশাপাশি, মোহনবাগানের জার্সিতে স্বমহিমায় শেখ ফৈয়াজ। একাধিকবার ইন্ডিয়ান নেভি-র লেফট ব্যাককে পেরিয়ে সেন্টার করলেন।
আরও পড়ুন
শেখ ফৈয়াজের জন্যই মোহনবাগান লিড পেল দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে ফৈয়াজকে আটকাতে বক্সের মধ্য়ে বিশ্রী ফাউল করেন দলরাজ সিং। সেখান থেকে প্রাপ্ত পেনাল্টিতে গোল করতে ভুল করেননি ফ্রান্সিসকো মুনোজ।
মোহনবাগানের জার্সিতে নজর কাড়লেন শুভ ঘোষ (মোহনবাগান এসি.কম)
মোহনবাগান যেখানে বল পজেশনে এগিয়ে থাকল সারাক্ষণ। সেখানে ইন্ডিয়ান নেভি প্রতি আক্রমণ নির্ভর খেলা খেলে গেল। পালটা আক্রমণ থেকে মাঝেমধ্যেই ব্রিটো, হরিকৃষ্ণরা মোহনবাগান রক্ষণকে বিপদে ফেলছিলেন।
মোহনবাগানঃ সুখদেব সিং, ইমরান খান, অরিজিৎ বাগুই, নোংদম্বা নওরেম (রোমারিও জেসুরাজ), কিমকিমা, সুহের ভিপি (গুরজিন্দর সিং), দেবজিৎ মজুমদার, ধনচন্দ্র সিং, শেখ ফৈয়াজ, শুভ ঘোষ (দীপ সাহা), জেভিয়ের মুনোজ
ইন্ডিয়ান নেভিঃ অভিষেক যোশী, দলরাজ সিং, নভজোৎ সিং, বিবেকানন্দ সাগাইরাজ, নভীন গুরুং, হরিকৃষ্ণ, ভাস্কর রায়, প্রদীশ, সর্বজিৎ সিং, জিজো, ব্রিটো পিএম