মোহনবাগান- ২ (চামোরো ৩১’, নাওরেম ৪৭’)
বিএসএস-১ ( ওপোকু ৩৩’)
বুধবার কল্য়াণীতে বিএসএস-এর মুখোমুখি হয়েছিল মোহনবাগান। কলকাতা ফুটবল লিগের এই ম্য়াচে ২-১ গোলে জয় পেল কিবু ভিকুনার শিষ্য়রা। গত শনিবার ডুরান্ড কাপের ফাইনালে গোকুলাম কেরালার কাছে হারের পর এই প্রথম মাঠে নামল মোহনবাগান। অবশেষে জয়ের রাস্তায় ফিরল বাগান। চলতি কলকাতা লিগে এটাই তাদের প্রথম জয়
FT: There goes the final whistle. Mohun Bagan earns their maiden victory in CFL campaign this year. Goal scorers: Salva Chamorro (32’) , Nongdamba Naorem(47’)
Score: Mohun Bagan 2-1 BSS#JoyMohunBagan #MBLive
— Mohun Bagan (@Mohun_Bagan) August 28, 2019
এদিন ম্য়াচের ৩১ মিনিটে প্রথম গোলের দেখা পায় মোহনবাগান। নাওরেমের ক্রস থেকে দুরন্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন চামোরো। কিন্তু মাত্র ২ মিনিটের মধ্য়েই গোল শোধ করে দেয় বেহালার ক্লাব। উইলিয়াম ওপোকু দলকে সমতায় ফেরান। বিরতিতে খেলার ফল ১-১ থাকে।
HT : Mohun Bagan 1-1 BSS
Salva Chamorro gave Mohunbagan lead on 32 minute but Opaku equalized for BSS in no time.#JoyMohunBagan #MBLive pic.twitter.com/PcDj42sgtb— Mohun Bagan (@Mohun_Bagan) August 28, 2019
First goal of Naorem for Bagan. It’s a cause for celebration.
Score
Mohun Bagan 2-1 BSS#JoyMohunBagan #MBLive pic.twitter.com/ajAfg15BER— Mohun Bagan (@Mohun_Bagan) August 28, 2019
দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে দলকে এগিয়ে দেন নাওরেম। ডান প্রান্ত থেকে ব্রিটোর ক্রস থেকে নাওরেম দুর্দান্ত হেড করে স্কোরলাইন ২-১ করেন। বাগানের জার্সিতে এটাই তাঁর প্রথম গোল। এদিন নাওরেমই ম্য়াচের সেরা হয়েছেন।দ্বিতীয়ার্ধে বাগান তিনটি পরিবর্তন আনে ইমরানের বদলে সহিল, নাওরেমের পরিবর্তে ফইয়াজ ও চামোরার বদলে বেইতিয়াকে খেলায় কোচ। কিন্তু নাওরেমের গোলের পর আর কোনও গোলের দেখা পায়নি বাগান। যদিও নাওরেমের গোলই ম্য়াচের স্কোরলাইন লিখে দেয়।
মোহনবাগান: দেবজিত, গুরজিন্দর, চুলোভা, মোরান্তে, অরিজিত, ইমরান (এসকে সহিল), ব্রিটো, নাওরেম (এসকে ফইয়াজ), গঞ্জালেজ, সুহের ও চামােরো (বেইতিয়া)
বিএসএস: সন্দীপ, ফারুখ, বিকাশ, ড্য়ানিয়েল, করন, গৌতম, রাকেশ, ওপোকু, উজ্জ্বল, প্রহ্লাদ ও ব্রাইট