Mohun Bagan Super Giant vs Chennaiyin FC Highlights: বেলাইন চেন্নাই এক্সপ্রেস, জয় দিয়ে সুপার কাপ শুরু মোহনবাগানের

Mohun Bagan Super Giant: ২০২৫ সুপার কাপের শুরুটা বেশ দাপুটে মেজাজেই করল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচে চেন্নাইন এফসি-কে তারা কার্যত গুঁড়িয়ে দিল।

Mohun Bagan Super Giant: ২০২৫ সুপার কাপের শুরুটা বেশ দাপুটে মেজাজেই করল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচে চেন্নাইন এফসি-কে তারা কার্যত গুঁড়িয়ে দিল।

author-image
Koushik Biswas
New Update
Jamie Maclaren Second Goal

মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোল করলেন জেমি ম্য়াকলারেন

Mohun Bagan Super Giant: শেষ হল মোহনবাগান সুপার জায়ান্ট বনাম চেন্নাইন এফসি (Chennayin FC) ম্যাচ। এই ম্যাচে মেরিনার্সরা দাপুটে পারফরম্যান্স করলেন। শেষপর্যন্ত তারা ২-০ গোলে জয়লাভ করেছে। বাগানের হয়ে জোড়া গোল করলেন জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)। চেন্নাইনকে হারানোর পর গ্রুপ পর্বের শীর্ষে উঠে এল সবুজ-মেরুন ব্রিগেড। জয় দিয়ে শেষপর্যন্ত শুরু করল সুপার কাপ (Super Cup 2025) অভিযান।

Advertisment

Mohun Bagan Super Giant Goal: বৃষ্টিভেজা ফাতোরদায় আগুন জ্বালালেন জেমি, উন্মাদনা মেরিনার্সদের

প্রথম গোল

ম্যাচের প্রথমার্ধে চেন্নাইন এফসি কিছুটা দাপট দেখাতে পারলেও, দ্বিতীয়ার্ধে তাদের কার্যত খুঁজেই পাওয়া গেল না। যাইহোক, ৩৮ মিনিটে বাগানের হয়ে গোলের দরজা খুলে দিলেন জেমি ম্যাকলারেন। আধঘণ্টা পেরোতে না পেরোতেই অল-আউট আক্রমণের পথে এগোতে শুরু করে সবুজ-মেরুন ব্রিগেড। ঠিক সেইসময় লালডিনলিয়ানার সঙ্গে কার্যত লড়াই করে বলটা ছিনিয়ে নেন লিস্টন কোলাসো। এরপর ওভারল্যাপ করে তিনি বলটা ম্যাকলারেনের দিকে এগিয়ে দিয়েছিলেন। অস্ট্রেলিয়ার এই ফুটবলার প্রথমে লালডিনপুইয়াকে পরাস্ত করেন। অবশেষে চেন্নাইনের গোলকিপার নওয়াজকে কার্যত বোকা বানিয়ে মেরিনার্সদের লিড এনে দেন।

Advertisment

Mohun Bagan Super Giant vs Chennaiyin FC: সমীহ করলেও রেয়াত নয়, চেন্নাইন ম্যাচের আগে 'আত্মবিশ্বাসী' মলিনা

দ্বিতীয় গোল

দ্বিতীয়ার্ধেও ম্যাকলারেনের দাপট ছিল চোখে পড়ার মতো। বাগানের লিড তিনিই ডাবল করে দেন। ৬৭ মিনিটে মনবীরকে লক্ষ্য করে একটি লম্বা শট ভাসিয়েছিলেন বাগান অধিনায়ক শুভাশিস বসু। এরপর সেন্টারে মনবীর ক্রস বাড়ালেন ম্যাকলারেনের উদ্দেশ্যে। বাগানের অজি ফরোয়ার্ড কোনও ভুল করলেন না। ঠাণ্ডা মাথায় তিনি নওয়াজকে পরাস্ত করে চেন্নাইনের জালে বলটা জড়িয়ে দেন। আর সেইসঙ্গে বাগানের জয় যে কার্যত নিশ্চিত হয়ে যায়, তা বলা যেতেই পারে।

Mohun Bagan Super Giant News: 'মোহনবাগান সমর্থকদের মুখে হাসি ফোটাব...', কথা দিলেন আপুইয়া

আগামী ম্যাচে প্রতিপক্ষ ডেম্পো

আগামী ২৮ অক্টোবর মোহনবাগান গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। প্রতিপক্ষ গোয়ারই স্থানীয় ক্লাব ডেম্পো এসসি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ সুপার কাপের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল ডেম্পো এসসি। এই ম্যাচে তুলনামূলক শক্তিশালী ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ড্র করে মাঠ ছাড়ে। ২ দলই দুটো করে গোল করেছিল। ডেম্পোর হয়ে একটি করে গোল করেছেন মহম্মদ আলি এবং লক্ষ্মীমনরাও রানে। অন্যদিকে, ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করেন নাওরেম মহেশ সিং এবং মিগুয়েল ফেরেইরা।

Jamie Maclaren Super Cup 2025 Mohun Bagan Super Giant Chennayin FC