কলকাতার ফুটবল সমর্থকদের জন্য় দুঃসংবাদ। পিছিয়ে গেলে আসন্ন আই-লিগ ডার্বি। নিরাপত্তা জনিত কারণে আগামী ২২ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের বহু প্রতীক্ষিত হাইভোল্টেজ ম্য়াচটি অনুষ্ঠিত হচ্ছে না। টুইট করে এই খবর জানিয়ে দিল আই-লিগ।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নিশ্চিত করে জানায়নি যে, কেন নিরাপত্তা সুনিশ্চিত করা যায়নি বড় ম্য়াচের দিন। কিন্ত সূত্র বলছে, “নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাজ্য় জুড়ে যে প্রতিবাদ চলছে সে কারণেই নিরাপত্তা নিয়ে সমস্য়া হয়েছে।“
এটা বলে দেওয়ার প্রয়োজন নেই যে, ডার্বির দিল যুবভারতী হাউসফুলই হবে। বিধাননগরের ডেপুটি কমিশনার হোম টিম মোহনবাগানকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে, ম্য়াচের দিন তাদের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।
পাশাপাশি পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে, বিক্রয়যোগ্য় টিকিটের সংখ্য়া কমানোর জন্য়। ফেডারেশন মনে করছে ডার্বির মতো প্রতীক্ষিত ম্য়াচে টিকিট কমানো সম্ভব নয়।
আরও পড়ুন-নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নিঃশব্দে প্রতিবাদ সৌরভ কন্য়া সানার
মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত পুলিশকে চিঠি মারফত জানিয়েছেন যে, হাজার হাজার মানুষ প্রিয় দলের জন্য় এই ম্য়াচে গলা ফাটাতে আসেন। ফলে তাঁদের পক্ষে বিক্রয়যোগ্য় টিকিটের সংখ্য়া কম করা সম্ভব নয়, বাগান ফেডারেশনকে অনুরোধ করেছে এই ম্য়াচ আয়োজন করার জন্য় বিকল্প কোনও দিনে দেওয়া হয়। ফেডারেশন বলছে,“ দুই তরফের চিঠি পেয়েই আমরা ম্য়াচটি পিছিয়ে দিচ্ছি। নতুন তারিখ আমরা জানিয়ে দেব।”