/indian-express-bangla/media/media_files/2025/09/26/mohun-bagan-vs-east-bengal-2025-09-26-15-57-36.jpg)
সুপার কাপে মুখোমুখি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল
Super Cup 2025: হাতে আর বাকি নেই খুব বেশি সময়। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে সুপার কাপ (Super Cup 2025 Fixture)। তবে বাংলার ফুটবল সমর্থকদের কাছে যেটা সবথেকে ভাল খবর, তা হল এই টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) এবং ইস্টবেঙ্গল এফসি-কে (East Bengal FC) একই গ্রুপে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করবে, তাহলে কবে আয়োজিত হচ্ছে কলকাতা ডার্বি (Kolkata Derby)? এই ব্যাপারেই একটা বড়সড় আপডেট এবার প্রকাশ্যে এসেছে।
Mohun Bagan Super Giant Loss: 'প্রত্যেকটা বিদেশিকে খেলাতে পারত...', মোহনবাগানের পরাজয়ে আক্ষেপ নবির
কোন ফরম্য়াটে আয়োজন করা হবে ২০২৫ সুপার কাপ টুর্নামেন্ট? এই প্রতিযোগিতায় আইএসএল টুর্নামেন্ট থেকে ১২ দল অংশগ্রহণ করছে। আর আই-লিগ টুর্নামেন্ট থেকে খেলবে চারটে দল। মোট চারটে গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়েছে। গ্রুপ এ'তে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে রাখা হয়েছে। এছাড়াও এই একই গ্রুপে রয়েছে চেন্নাইন এফসি এবং রিয়াল কাশ্মীর।
East Bengal FC: ঘরের মাঠে জ্বলল লাল-হলুদ মশাল, কলকাতা লিগের শিরোপা ইস্টবেঙ্গলের মাথায়
আসন্ন সুপার কাপে কবে কোন দলের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান?
- ২৫ অক্টোবর - মোহনবাগান বনাম চেন্নাইন এফসি
- ২৮ অক্টোবর - মোহনবাগান বনাম রিয়াল কাশ্মীর
- ৩১ অক্টোবর - মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল
Mohun Bagan Footballer Demise: মারা গেলেন মোহনবাগানের তারকা ফুটবলার, শোকের ছায়া কলকাতা ময়দানে
আসন্ন সুপার কাপে কবে কোন দলের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান?
- ২৫ অক্টোবর - ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর
- ২৮ অক্টোবর - ইস্টবেঙ্গল বনাম চেন্নাইন এফসি
- ৩১ অক্টোবর - ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান
East Bengal FC: লাগবে না ১ টাকাও! সমর্থকদের কথা ভেবে বড় সিদ্ধান্ত ইস্টবেঙ্গল কর্তাদের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, প্রত্যেকটা গ্রুপে যে দল শীর্ষস্থান অর্জন করবে, একমাত্র তারাই সেমিফাইনাল খেলার সুযোগ পাবে। অর্থাৎ, প্রত্যেকটা গ্রুপ থেকে একটি করে দল শেষ চারের লড়াইয়ে নামবে। ফলে গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচেই যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে, তা নিঃসন্দেহে বলা যায়।সব অবশেষে আগামী ২২ নভেম্বর ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। সুপার কাপের গত ৫ মরশুম ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। কিন্তু, এবার সেটা গোয়ায় আয়োজন করা হবে। সব মিলিয়ে অক্টোবর-নভেম্বর মাসে ফুটবলের যে জমজমাট আসর বসতে চলেছে, তা নিঃসন্দেহে বলা যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us