Mohun Bagan vs Jamshedpur FC Live Streaming: ফ্রি'তে দেখতে পাবেন মোহনবাগান-জামশেদপুর মহাসংগ্রাম? না জানলেই চরম মিস

Mohun Bagan vs Jamshedpur FC: খালিদ জামিলের জামশেদপুর এফসি প্রথম লেগের সেমিফাইনাল ম্য়াচে ২-১ ব্যবধানে জয়লাভ করেছিল। এই ম্য়াচটি জামশেদপুরের জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল।

Mohun Bagan vs Jamshedpur FC: খালিদ জামিলের জামশেদপুর এফসি প্রথম লেগের সেমিফাইনাল ম্য়াচে ২-১ ব্যবধানে জয়লাভ করেছিল। এই ম্য়াচটি জামশেদপুরের জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohun Bagan Super Giant

মোহনবাগান সমর্থকরা ইতিমধ্যেই ম্যাচ শুরুর অপেক্ষা করছেন

Mohun Bagan vs Jamshedpur FC: আর কয়েকঘণ্টা পর শুরু হচ্ছে ৯০ মিনিটের মহাসংগ্রাম। গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giants) বিরুদ্ধে খেলতে নামছে জামশেদপুর এফসি। দ্বিতীয় লেগের সেমিফাইনাল ম্য়াচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে  (সল্টলেক স্টেডিয়াম) আয়োজন করা হবে। এই ম্য়াচে যে দল জয়লাভ করবে, ফাইনালে তাদের খেলতে হবে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে।

Advertisment

রবিবার (৬ এপ্রিল) রুদ্ধশ্বাস লড়াইয়ে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল বেঙ্গালুরু এফসি। দুটো লেগের সেমিফাইনাল মিলিয়ে বেঙ্গালুরু এফসি ৩-২ গোলে জয়লাভ করেছে। সেইসঙ্গে সুনীল ছেত্রীরা এই টুর্নামেন্টের ফাইনালের টিকিট কনফার্ম করেছে। যদিও ফাতোরদা স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় লেগের সেমিফাইনাল ম্য়াচে (ISL 2024-25) বেঙ্গালুরু ১-২ ব্যবধানে হেরে গিয়েছে। যদিও প্রথম লেগের সেমিফাইনাল ম্য়াচে গোয়ার বিরুদ্ধে বেঙ্গালুরু ২-০ গোলে জয়লাভ করেছিল। 

অন্যদিকে, খালিদ জামিলের জামশেদপুর এফসি প্রথম লেগের সেমিফাইনাল ম্য়াচে ২-১ ব্যবধানে জয়লাভ করেছিল। এই ম্য়াচটি জামশেদপুরের জেআরডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। ওই ম্য়াচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইস্পাত নগরী ২-১ ব্যবধানে জয়লাভ করেছিল। এই ম্য়াচে (৯০+১ মিনিটে) জয়সূচক গোলটি করেছিলেন জাভি হার্নান্দেজ। 

কখন-কোথায়-কীভাবে দেখবেন মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি ম্য়াচ, দেখে নিন লাইভ স্ট্রিমিংয়ের যাবতীয় আপডেটস:

Advertisment

কখন থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি ম্য়াচ?

মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি ম্য়াচ সোমবার (৭ এপ্রিল) আয়োজন করা হচ্ছে। এই ম্যাচটি ভারতীয় সময় অনুসারে সন্ধ্য়া সাড়ে ৭টা থেকে শুরু হবে।

কোথায় হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি ম্য়াচ?

মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি দ্বিতীয় লেগের সেমিফাইনাল ম্য়াচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে  (সল্টলেক স্টেডিয়াম) আয়োজন করা হবে।

কোন চ্যানেলে দেখতে পাওয়া যাবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি ম্য়াচের সরাসরি সম্প্রচার?

মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি ম্য়াচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে (স্টার স্পোর্টস ৩ চ্য়ানেল) করা হবে।

কোথায় মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে?

মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি দ্বিতীয় লেগ সেমিফাইনাল ম্য়াচের লাইভ স্ট্রিমিং জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে। এই ম্যাচের ধারাভাষ্য ইংরেজি, বাংলা, হিন্দি এবং মালয়ালম ভাষায় দেখতে পাওয়া যাবে। এই ম্যাচ অবশ্য ফ্রি'তে দেখতে পাওয়া যাবে না।

Mohun Bagan Super Giants Jamshedpur FC ISL 2024-25