Advertisment

স্প্য়ানিশ কানেকশনেই অ্যাটলেটিকো দি কলকাতাকে হারাল মোহনবাগান

তিন দিন আগেই পিয়ারলেসের কাছে কলকাতা লিগে তিন গোলে হেরেছিল মোহনবাগান। হারের ধাক্কা কাটিয়ে ঘুড়ে দাঁড়াল সবুজ-মেরুন। বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে মোহনবাগান ২-১ গোলে হারাল অ্যাটলেটিকো দি কলকাতাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mohunbagan beats ATK 2-1 in Durand Cup 2019

তিন দিন আগেই পিয়ারলেসের কাছে কলকাতা লিগে তিন গোলে হেরেছিল মোহনবাগান। হারের ধাক্কা কাটিয়ে ঘুড়ে দাঁড়াল সবুজ-মেরুন। বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে মোহনবাগান ২-১ গোলে হারাল অ্যাটলেটিকো দি কলকাতাকে।

Advertisment

এই নিয়ে ডুরান্ড কাপে ব্য়াক-টু-ব্য়াক জয় পেল কিবু ভিকুনার শিষ্য়রা। গত ৩ অগাস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে মহামেডানের বিরুদ্ধে ডুরান্ড কাপের অভিষেক ম্য়াচেই সালভা চামোরার জোড়া গোলে ২-০ জয় ছিনিয়ে নিয়েছিল সবুজ-মেরুন।

 

আরও পড়ুন: মোহনবাগানের স্প্যানিশ কানেকশন চূর্ণ ক্রোমার পায়ে, লজ্জার হার শুরুর ম্যাচেই

এদিন বিরতির ১০ মিনিট আগেই জোসেবার কর্নারে মোরান্তে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকা মোহনবাগানকে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে দেন আরেক স্প্য়ানিশ। ভিপি সুহেরের পাস থেকে জোসেবা গোল করে স্কোরলাইন ২-০ করেন।

ম্য়াচের ৭৭ মিনিটে এটিকে প্রথম গোলের দেখা পায়। বরিস সিংয়ের পাস থেকে আশিস প্রধান গোল করে ব্য়বধান কমান। এরপর দু'দলই কয়েক'টা সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি কেউই। ফলে স্কোরলাইনে আর কোনও পরিবর্তন আসেনি।

ডুরান্ডে কলকাতার অন্য়তম দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগানের পারফরম্য়ান্স বেশ ভাল। এভাবে এগিয়ে যেতে থাকলে ডুরান্ডে ডার্বির প্রত্য়াশা করতেই পারে দুই দলের সমর্থকরা। আগামী ১৪ অগাস্ট যুবভারতীতে ইস্টবেঙ্গল খেলবে বেঙ্গালুরুর বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্য়াচ খেলবে। অন্য়দিকে মোহনবাগান ১৭ অগাস্ট ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে লিগের শেষ ম্য়াচ খেলবে। গ্রুপ শীর্ষে থেকেই দুই দল লিগ শেষ করার চেষ্টা করবে।

Football Mohun Bagan ATK
Advertisment