মোহনবাগান- ২ (হেনরি ৩’, ৪৪’)
কলকাতা কাস্টমস- ০
এক ম্যাচ বাকি থাকতেই কলকাতা লিগ মোহনবাগানের
বাগানে আজ বসন্ত! আট বছর পর কলকাতা লিগ ফিরল মোহনবাগানে। এক ম্যাচ বাকি থাকতেই ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন সবুজ-মেরুন। বুধবার নিজেদের ঘরের মাঠে মোহনবাগান ২-০ গোলে কাস্টমসকে হারিয়ে শহরের সেরা দলের তকমা ছিনিয়ে নিল। এদিন মোহনবাগানের জোড়া গোল করলেন হেনরি কিসেকা।
আরও পড়ুন: ২০০ কোটির বিনিয়োগে বাগানে আজ বসন্ত, পরের স্টেশন আইএসএল
এদিন ম্যাচের প্রথমার্ধে আধিপত্য নিয়ে খেলল বাগান। তিন মিনিটের মধ্যে কিসেকার গোলই খেলার রঙ পাল্টে দিয়েছিল। এরপর বিরতির এক মিনিট আগে সেই কিসেকার গোলই কাস্টমসের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছিল। এদিন লিগ প্রত্যাবর্তনের সাক্ষী থাকতে মাঠে হাজির ছিলেন প্রায় সব কর্তারাই। যদিও সরকারি ভাবে লিগ পাওয়ার জন্য মোহনবাগানকে মহামেডান ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এই নিয়ে মোহনবাগান ৩০ বার কলকাতা লিগ পেল। যদিও এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৯ বার চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।
পিয়ারলেসের কাছে ইস্টবেঙ্গল হারতেই বাগানের লিগটা প্রায় নিশ্চিত হয়ে গেছিল। আর যুবভারতীতে মহামেডানের কাছে লাল-হলুদ হারতেই মোহনবাগান একপ্রকার লিগ চ্যাম্পিয়ন হয়ে যায়। এদিন সম্ভাব্য জয় দেখতে মোহনবাগানের গ্যালারি ভরিয়েছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের সমর্থকরা। তিল ধারণের জায়গায় ছিল না মাঠে। রেফারির শেষ বাঁশির পরেই সমর্থকরাও আনন্দে নেমে আসেন মাঠে। শুরু হয়ে যায় সেলিব্রেশন। পুজোর আগেই রীতিমতো উৎসবের মেজাজ ক্লাব তাঁবুতে। ২০০ কোটির স্পনসরশিপ আগেই এসে গিয়েছে ক্লাবে। এদিন চলে আসল মরসুমের প্রথম ট্রফি।