“সব ভোট টুটু বসু/ বোস” এই স্লোগানেই প্রাক-নির্বাচনী প্রচারে ঝড় তুলেছিলেন টুটু বসুর সমর্থকরা। বাস্তবে সেটাই ঘটল ভোটের ময়দানে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহনবাগান সচিব পদে নির্বাচিত হলেন বাগানের বটবৃক্ষ টুটুবাবু। অঞ্জন মিত্র গোষ্ঠীর প্যানেলের বিরুদ্ধে ২১-০ জয় পেয়েছে টুটু বসুর প্যানেল।
এবার নির্বাচনে ২২টি পদের মধ্যে শুধুমাত্র সচিব পদেই নির্বাচন হয়নি। কারণ এই পদ প্রার্থী অঞ্জনবাবু অনেক আগেই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। ৮,৫৮৪ জন ভোটারের মধ্যে ৪,৯৫২ জন ভোট দিয়েছিলেন এবার। রবিবার প্রায় নির্বিঘ্নে এবং নিঃশব্দেই ক্লাব তাঁবুতে মিটেছিল ভোট গ্রহণ পর্ব। সোমবার হাইটকোর্ট নিযুক্ত তিন প্রাক্তন বিচারপতির নির্বাচক কমিটি সচিব পদে টুটু বসুর নাম ঘোষণা করে দিল।
আরও পড়ুন: মোহনবাগান নির্বাচন: চলছে গণনা, ফলপ্রকাশ মধ্যরাতে
মনোনয়ন জমা দেওয়ার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, ওরফে বাবুন বলে দিয়েছিলেন যে, ২১টি ভোটই তাঁরা পাবেন। তাঁর ভবিষ্য়দ্বাণীও মিলে গেল অক্ষরে অক্ষরে। আপাতত আই-লিগকেই পাখির চোখ করছে টুটু-টুম্পাই গোষ্ঠী। আগামী বছর আইএসএল খেলা ও স্পনসরের ভাবনাও রয়েছে তাঁদের মাথায়।
মদন দত্তকে হারিয়ে কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক সত্যজিৎ চট্টোপাধ্য়ায়। তিনি বললেন, “মোহনবাগানের উন্নতি সাধনই একমাত্র লক্ষ্য। তবে এই মুহূর্তে ফোকাস আই-লিগ। আইএসএল ও স্পনসরের ভাবনাও রয়েছে আমাদের। এই মুহূর্তে এখনও কিছু স্থির হয়নি। আলোচনায় বসা হবে।” বাগান সমর্থকদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে সত্যজিত বলেছেন, খেলাধুলায় ভারতের সর্বশ্রেষ্ঠ জায়গায় মোহনবাগান থাকবে। সেটাই সুনিশ্চিত করবেন তিনি।
দেখে নেওয়া যাক আগামী তিন বছর কারা থাকছেন কোন পদে:
সচিব: টুটু বোস (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী)
সহ সচিব: সৃঞ্জয় বোস (৪০৩৭ ভোট)
কোষাধ্যক্ষ: সত্যজিৎ চট্টোপাধ্যায় (৩৭৫৩ ভোট)
অর্থ সচিব: দেবাশিস দত্ত (৩৬৭৫ ভোট)
ক্রিকেট সচিব: সম্রাট ভৌমিক (৩৮৫২ ভোট)
টেনিস সচিব: সঞ্জয় ঘোষ (৩৬৭৫ ভোট)
মাঠ সচিব: উত্তম সাহা (৩৪৫৫ ভোট)
হকি সচিব: মহেশ টেকরিওয়াল (৩৬৮৭ ভোট)
ফুটবল সচিব: স্বপন বন্দ্যোপাধ্যায় (২৯৭৮ ভোট)
ইউথ ফুটবল সচিব: বিদেশ বসু (৩৫৮৪ ভোট)
অ্যাথলেটিক্স সচিব: দেবাশিস মিত্র (৩৪৮৯ ভোট)
কার্যকরী কমিটি সদস্য
সিদ্ধার্থ রায়, পার্থজিৎ দাস, মঞ্জু ঘোষ, সুশান্তকুমার সাহা, দেবপ্রসাদ মুখোপাধ্যায়, তমাল পাল, পিন্টু বিশ্বাস, রবিশঙ্কর মোদক, সোমেশ্বর বাগুই, তন্ময় চট্টোপাধ্যায়, ও সন্দীপন বন্দ্যোপাধ্যায়।