Lowest Total T20I History: মাত্র ১২ রানেই অলআউট গোটা দল! টি২০ বিশ্বকাপের আগেই রেকর্ড বই তছনছ করল এশিয়ার এই দেশ

Japan Bowl Out Mongolia: জাপান প্ৰথমে ব্যাট করে ২১৮ তুলেছিল। তবে ব্যাট করতে নেমে শোচনীয় ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে মঙ্গোলিয়া। জাপানের দুরন্ত বোলিংয়ের সামনে তাঁদের ইনিংস স্থায়ী হয় মাত্র ৮.২ ওভার।

Japan Bowl Out Mongolia: জাপান প্ৰথমে ব্যাট করে ২১৮ তুলেছিল। তবে ব্যাট করতে নেমে শোচনীয় ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে মঙ্গোলিয়া। জাপানের দুরন্ত বোলিংয়ের সামনে তাঁদের ইনিংস স্থায়ী হয় মাত্র ৮.২ ওভার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Japan Bowl Out Mongolia: জাপান বনাম মঙ্গোলিয়া

Lowest Total T20I History: জাপানের কাছে মাত্র ১২ রানে অলআউট মঙ্গোলিয়া (টুইটার)

Second Lowest Score T20 International History: সামনেই টি২০ বিশ্বকাপ। তার আগেই বিশ্ব ক্রিকেটে নতুন নজির। তবে সেটা লজ্জার। বুধবার মঙ্গোলিয়া মাত্র ১২ রানে অলআউট হয়ে গেল জাপানের বিরুদ্ধে। যা টি২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলগত রান।

Advertisment

Japan vs Mongolia T20I: জাপান প্ৰথমে ব্যাট করে ২১৮ তুলেছিল। তবে ব্যাট করতে নেমে শোচনীয় ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে মঙ্গোলিয়া। জাপানের দুরন্ত বোলিংয়ের সামনে তাঁদের ইনিংস স্থায়ী হয় মাত্র ৮.২ ওভার।

কোনও মঙ্গোলিয়ার ব্যাটারই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। সর্বোচ্চ রান তুর সুমাইয়ার (৪)। ইনিংসে সবথেকে বেশি বল ফেস করতে পেরেছেন নমস্রাই বাট ইয়ালাল্ট (১২ বল)।

জাপানের হয়ে সফলতম বাঁ হাতি পেসার কাজুমা কাতো স্ট্যাফোর্ড। মাত্র ৩.২ ওভারে ৭ রানের বিনিমিয়ে দখল করেন ৫ উইকেট।আব্দুল সামাদ (২/৪) এবং মাকোতো তানিয়ামা (২/০) দুটো করে উইকেট দখল করেছেন।

Advertisment

টি২০ আন্তর্জাতিকে সবথেকে কম রানে অল আউট হয়ে যাওয়ার নজির ছিল জাপানের-ই। স্পেনের বিপক্ষে ২০২৩-এর ২৬ ফেব্রুয়ারি। জাপান এবং মঙ্গোলিয়া সাত ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হয়েছে। এটি ছিল সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্ৰথম টি২০-তে জাপানের ১৯৯/৫-এর জবাবে মঙ্গোলিয়া অলআউট হয়ে গিয়েছিল মাত্র ৩৩ রানে। ১৬৬ রানে প্ৰথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের বিপর্যয় দ্বিতীয় ম্যাচেও।

এই নিয়ে মঙ্গোলিয়া নিজেদের পঞ্চম আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলতে নেমেছে। হাংঝৌয়ের এশিয়ান গেমসে আন্তর্জাতিক টি২০-তে আত্মপ্রকাশ ঘটেছিল মধ্য এশিয়ার এই দলটির। গ্রুপের দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছিল এশিয়ান গেমসে।

Japan Sports News Cricket News T20