বিশ্বকাপের ফিভারে কাঁপছে বাইশ গজ। আর দু'দিন পরেই ইংল্যান্ডে বসছে ক্রিকেট মহোৎসব। আসন্ন বিশ্বকাপে মহিলা সমর্থকদের উৎসাহ চোখে পড়ার মতো। প্রায় এক লক্ষেরও বেশি মহিলা বিশ্বকাপের টিকিট কিনেছেন। দুই লক্ষেরও বেশি মানুষ মাঠে আসছেন খেলা দেখতে। এমনটাই দাবি বিশ্বকাপের টুর্নামেন্ট ডিরেক্টর স্টিভ এলওয়ার্থির।
এলওয়ার্থি বলছেন, "এটা এখনও পর্যন্ত অন্যতম বড় ক্রিকেট ব্যালট। ফলাফল দেখে আমরা চমকে গিয়েছে। ১ লক্ষ ১০ হাজারেরও বেশি মহিলা টিকিট কেটেছেন। এক লক্ষ টিকিট রয়েছে অনূর্ধ্ব-১৬দের জন্য। ২ লক্ষেরও বেশি মানুষ এই প্রথমবার বিশ্বকাপ দেখতে আসছেন। পরের প্রজন্মকে অনুপ্রাণিত করার পথে আমরা।" আইসিসি-র চিফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডন এবং টুর্নামেন্টের সেফটি অ্যান্ড সিকিউরিটি ডিরেক্টর জিল ম্যাকক্র্যাকেন ওভালে মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন। ২০ বছর পর ব্রিটিশ তল্লাটে বিশ্বকাপ হয়েছিল। ফের একবার বিশ্বকাপ লন্ডনে। আইসিসি বলছে ৩০ লক্ষেরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। এমনকি কিছু কিছু ম্যাচের জন্য সংখ্যাটা ৪ লক্ষ ছাড়িয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাকিস্তান: ২৫ হাজারের স্টেডিয়ামে চার লক্ষ টিকিটের আবেদন
আগামী বৃহস্পতিবার এই ওভালেই বিশ্বকাপের পর্দা উঠছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও আয়োজক দেশ ইংল্যান্ড। ১০ দলের মধ্যে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন ফর্ম্যাটেই এবার খেলা। প্রথম চার দল পৌঁছে যাবে সেমিফাইনালে। ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আগামী ৫ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ভারত লন্ডনে এসেই হোঁচট খেয়েছে। প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হারতে হয়েছে। এরপর ভারত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। তারপরেই অগ্নিপরীক্ষায় বসবেন ধোনি-কোহলিরা।