একাধিক তদন্তের রিপোর্ট বলছে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি দুর্নীতিকে প্রশ্রয় দেয় ভারত, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর এক উচ্চ পদস্থ আধিকারিক এমনটাই জানিয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেটের দুর্নীতি নিয়ে এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে আইসিসি। যেখানে জড়িয়ে গিয়েছে সনৎ জয়সুরিয়ার নাম। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, আরও অনেক নামই সামনে আসবে। বৃহস্পতিবার আইসিসির দুর্নীতি দমন শাখার অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, ক্রিকেট গড়াপেটার সঙ্গে জড়িত বেশির ভাগ দুর্নীতিগ্রস্ত জুয়াড়িই হল ভারতীয়।
একটি ওয়েবসাইটে সাক্ষাৎকারে অ্যালেক্স মার্শাল বলেছেন, "শ্রীলঙ্কায় ক্রিকেট গড়াপেটার তদন্ত করতে গিয়ে দেখা গেছে, জুয়াড়িরা হয় স্থানীয় না হয় ভারতীয়। আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রেও অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, দুর্নীতিগ্রস্ত জুয়াড়িরা প্রায় সবাই ভারতীয়।"
আরও পড়ুন: প্রথমসারির ক্রিকেটারের সঙ্গে বুকির যোগ ছিল, তদন্তের সময় পেলাম না: আইপিএল তদন্তকারী
প্রসঙ্গত, এই একই দিনে ক্রিকেট গড়াপেটায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়া। এবং কানেরিয়া যে জুয়াড়ির কথা বলেছেন, সেই অনু ভট্টও একজন ভারতীয়।
এই মুহূর্তে শ্রীলঙ্কা ঘরের মাঠে ওয়ান ডে সিরিজ খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে। আইসিসি বুকির সঙ্গে জড়িত থাকা সমস্ত সন্দেহভাজন ব্যক্তিদের ছবি দেখিয়েছে দু’দলের ক্রিকেটারদের। মার্শাল বলেন, "আইসিসি আপাতত ১২ থেকে ২০ জনের ওপর নজর রেখেছে। এদের মধ্যে ছ’জনের ক্রিকেট গড়াপেটার সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্শালের বক্তব্য, "১২ থেকে ২০ জন সন্দেহভাজনকে আপাতত নজরে রাখা হচ্ছে। ছবির সবাই পুরুষ হলেও কয়েকজন মহিলারও ক্রিকেট দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।"